শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে লকডাউন গ্রামে ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চাটমোহরে লকডাউন গ্রামে ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের কাটাখালী ‘লকডাউন’ গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৮ মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কাটাখালীর ‘লকডাউন’ ৬৫ পরিবারসহ ২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, আমার বাড়ী আমার খামারের সমন্বয়কারী মো. খলিলুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইশারত আলী প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম এহসান বলেন, সরকারের বিশেষ খয়রাত বরাদ্দ থেকে কাটাখালী গ্রামে ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ লিটার তেল এবং একটি করে সাবান দেয়া হয়।
চাটমোহরে মোটরসাইকেল আরোহীদের লাঠিচার্জ
পাবনা :: করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জনসমাগম এড়াতে চাটমোহরে পন্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহন ব্যতীত অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেউ কেউ মোটর সাইকেল নিয়ে বেরুলেও ভ্রাম্যমান আদালতে তাদের সতর্ক করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই মোটরসাইকেলে চলাচল কারীদের পুলিশ লাঠি চার্জ করে। উপজেলা গেট এলাকায় এক মোটরসাইকেল চালক ও আরোহীকে লাঠি পেটা করে পুলিশ। সাড়ে এগারোটার দিকে হাসপাতাল গেট এলাকায় একজন স্বাস্থ্য কর্মীকে মোটর সাইকেল ব্যবহার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসপাতালগেট এলাকায় সংবাদ সংগ্রহ কালে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চাটমোহর সংবাদদাতা মোঃ ইকবাল কবীরকে মোটর সাইকেল ব্যবহার না করে পায়ে হেটে সংবাদ সংগ্রহে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান।
চাটমোহরে খালেদা জিয়ার জন্য মোবাইল ফোনে দোয়া
পাবনা :: দুই বছরের ও বেশি সময় কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি নের্তৃবৃন্দ সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জনসমাগম না করে মোবাইল ফোনে একে অপরের সাথে যোগাযোগ করে স্ব-স্ব অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় নেতা কর্মীরা দোয়া প্রার্থনা করেছেন বলে জানান চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।
চাটমোহরের ‘কাঁটাখালী গ্রাম লকডাউন’
পাবনা :: চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁটাখালী গ্রামকে ‘লকডাউন’ করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই লকডাউনের ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাঁটাখালী গ্রামে হটাৎ বাহিরের লোকজনের আনাগোনা বৃদ্ধি পেলে এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে স্থানীয় করোনা ভাইরাস সচেতন কমিটি খোঁজ খবর নিয়ে জানতে পারেন সরকারি ছুটি ঘোষণা হবার পর মাদারীপুর, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁটাখালীতে ৪৮জন ব্যক্তি এসেছেন। তারা সবাই কাঁটাখালী গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা সবাই দিনমজুর। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান ঘটনাস্থলে পৌঁছে ওই ৪৮টি বাড়ী তালাবদ্ধ করে দেন এবং কাঁটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, কাঁটাখালী গ্রাম থেকে কেউ ঢুকতে বা বের হতে পারবেনা। কেউ ‘লকডাউন’ ঘোষণা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সচেতন হোন।
এসময় থানা অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. রুহুল কুদ্দুস ডলারসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাটমোহর উপজেলার কাঁটাখালী গ্রাম প্রথম লকডাউন ঘোষিত হয়।