বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার শেখ তন্ময় এমপি
ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার শেখ তন্ময় এমপি
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপির নির্দেশে‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগান নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল টিম চিকিৎসসেবা চালু হয়েছে।
হটলাইনে ফোন পেয়ে রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসকরা সেবা প্রদান করছেন।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরতলীর দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের রশীদ তালুকদার ও রঞ্জিলা বেগমকে বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা চিকিৎসকরা। বাগেরহাট সদর হাসপাতালের সহকারী সার্জন সাইমুন ইসলাম সাঈদ ও মেডিকেল অফিসার মিরাজুল করিম ভ্রাম্যমাণ মেডিকেল টিম পরিচালনা করছেন।
এদিকে, বাড়িতে বসে অসুস্থদের চিকিৎসা সেবা পাওয়ায় খুশি রোগীর স্বজনরা।
রোগীর স্বজন হানিফ বলেন, বাড়িতে আমার দাদু রশীদ তালুকদার খুব অসুস্থ ছিলেন। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মুঠোফোন নম্বরে ফোন করলে দুই জন চিকিৎসক বাড়িতে চলে আসেন। চিকিৎসা দিয়ে যান। আমরা খুব খুশি হয়েছি।
স্থানীয় পল্টু মল্লিক বলেন, এক সময় হাসপাতালে গিয়ে ঠিকমত চিকিৎসা পেতাম না। আজকে দেখলাম মোবাইলফোন করার সাথে সাথে চিকিৎসক চলে আসলেন বাড়িতে। সরকারের এই উদ্যোগে আমরা খুব খুশি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গণপরিবহন বন্ধ ও করোনা ভাইরাসের ভয়ের কারণে হাসপাতালে রোগী আসছেন না। এ কারণে আমরা হট লাইন চালু করেছি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ভ্রাম্যমাণ মোবাইল টিম গঠন করা হয়েছে। তিনি এই পরিস্থিতিতে রোগীদের জরুরি সেবা প্রদানের জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। রোগীর বা রোগীর স্বজনদের কল পেলে আমাদের চিকিৎসকরা রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
মেডিকেল অফিসার মিরাজুল করিম বলেন, হটলাইনে কল পেয়ে রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে একজন রোগীর অবস্থা গুরুত্বর থাকায় হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। রোগীদের প্রয়োজনীয় ওষদ প্রদান করা হয়েছে। দেশে করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন আমরা এভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাব।
বাগেরহাট জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের যে হট লাইন ফোন নম্বর রয়েছে, তাতে প্রতিদিন দুই শতাধিক মানুষের কল পাচ্ছি। আমরা সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করছি। ফোনে আমরা ওষদের নাম বলে দিচ্ছি। তবে যারা শুনে ওষধের নাম লিখতে পারেন না, আমরা তাদেরকে ম্যাসেজ পাঠাচ্ছি। ওই ম্যাসেজ ফার্মেসিতে দেখালে তারা ওষুধ দিয়ে দিবেন।
বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোগীর স্বজনদের ফোন পেয়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। আমরাও চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করছি। এ ধরণের উদ্যোগ নেয়ায় সংসদ সদস্যকে বাগেরহাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
সমাজের অবহেলিত -অসহায় গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হেলাল এমপি
বাগেরহাট :: দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে মানবতার সেবায় সমাজের অবহেলিত -অসহায় গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হেলাল উদ্দীন এমপি।
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস ঠেকাতে ঘরবন্দি দরিদ্র পরিবারের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হতদরিদ্র ওইসব মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুপুত্র শেখ হেলাল উদ্দীন। তিন উপজেলার হাজার মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিলেন আর এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
চিতলমারী নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, গত দু’দিন ধরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মানবিক সাহায্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এর অংশ হিসেবে বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের ঘরবন্দি বেকার পরিবারের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এককেজি লবন ও দুই কেজি আলু। পর্যায়ক্রমে ৪ হাজার গৃহবন্দি হতদরিদ্র মানুষদের এ মানবিক সাহায্য বিতরন করা হবে।
খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার।