বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ
ঈশ্বরদী প্রতিনিধি :: পাবনা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, সাবেক সফল ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ ও আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪০ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহন করেন। চলতি বছর শামসুর রহমান শরীফ ৮০ বছর পূর্ণ করে ৮১তে পা রেখেছিলেন। বিগত প্রায় ৭ মাস যাবত তিনি বার্ধক্য ও দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। প্রথমে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর তিনি লন্ডনে চিকিৎসা গ্রহন করেন। লন্ডন থেকে ফিরে কিছুদিন সুস্থ থাকার পর আবারো অসুস্থ হলে ঢাকা ল্যাবএইডে ভর্তি হন। সেখান থেকে তাঁকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা গ্রহনের পর ঢাকায় ফিরে আসেন। পরে আবারো তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনের চলতি সংসদের জাতীয় সংসদ সদস্য বর্ষিয়ান এই জননেতা সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যাচার, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন । অভিজাত বংশের সন্তান জনাব শরীফ পাবনা জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। ১৯৭১ সালে ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর ভুমিকা ছিল অনন্য। জননেতা শরীফ একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৯ শে মার্চ ঈশ্বরদীর মাধপুরে পাকবাহিনীর প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর রাজনীতির পট পরিবর্তনের হলে তিনি দীর্ঘদিন বিনা বিচারে জেলখানায় বন্দি জীবনযাপন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে পাবনা জেলায় তাঁর ভূমিকা ছিল অনন্য। ওয়ান ইলেভেনের পরও তাঁকে কারাগারে আটকে রাখা হয়।
অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পাশাপাশি বিভিন্ন সময়ে স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারের লোভনীয় প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখান করে পাবনা জেলায় একনিষ্ঠভাবে আওয়ামী লীগের রাজনীতিকে শক্তহাতে পরিচালনা করেছেন।
১৯৯৬ হতে ২০১৮ পর্যন্ত পর পর পাঁচ বার (ঈশ্বরদী-আটঘরিয়াবাসী),পাবনা-৫ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত সংসদে তিনি সফল ভাবে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ পাঁচ বার সংসদ সদস্য থাকাকালে ঈশ্বরদী ও আটঘরিয়ার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছেন।
ব্যক্তি জীবনে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের পিতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, ভাই, বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদসদস্য শামসুর রহমান শরীফ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শামসুর রহমান শরীফের মৃত্যুতে সাবেক ছাত্রনেতা,বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইজীবি এ্যাড.রবিউল আলম বুদু,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,আওয়ামীলীগ নেতা নুরুল হুদা পাখি সরদার,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে গোলাম মোস্তফা চান্না,আব্দুল খালেক,মন্জু চৌধুরী,রিয়াজউদ্দিন,পান্না এবং ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।