বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ সংবাদ
রাঙামাটিতে করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ সংবাদ
বন্দুকভাঙ্গায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রাঙামাটি :: ‘‘সামাজিক দূরত্ব বজায় রাখী সবাই মিলে সুস্থ্য থাকি’’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে থাকা গরীব শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে রাঙ্গামাটিতে বন্দুকভাঙ্গা ইউনিয়নের কুমড়াপাড়া এলাকায় ১০০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৮কেজি চাউল, ১কেজি লবণ, আধা কেজি সিদোল (নাপ্পি), আধা লিটার সয়াবিন তেল ও আধা কেজি পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমড়াপাড়া এলাকায় ৪নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের রঙচঙ্যা ক্লার এর উদ্যোগে এবং সমাজের বিত্তবান প্রতিষ্ঠিত গণ্যমাণ্য ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় ২০০টি দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় খাদ্যসামগ্রী বিতরণের সময় রঙচঙ্যা ক্লাবের সভাপতি কালাইয়া চাকমা, সাধারণ সম্পাদক জ্যাশান চাকমা, অর্থ সম্পাদক সুচিত্র চাকমা, ভারবোয়াচাপ বনবিহার সিনিয়র সহ-সভাপতি মায়াধন চাকমা, সাধারণ সম্পাদক বক্রবাহন চাকমা ও সমাজ সেবক মোহন চাকমা উপস্থিত ছিলেন।
অপরদিকে সারাদেশে কোরানা ভাইরাসের আক্রমণ থেকে দূরে রাখতে সরকার ঘোষিত সারাদেশে লকডাউন চলছে, কর্মজীবী দিনমজুর, মানুষের আয় রোজগার বন্ধ। এই পরিস্থিতিতে কর্মহীন মানুষের এই সহায়তা তাদের জন্য অনেক কিছু। দেখাগেছে এই ত্রাণ পেয়ে মানুষগুলো অনেক খুশি।
এই সংকট মুহূর্তে তাদের জন্য এই ত্রাণ সামগ্রী বেঁচে থাকার সাহস যোগায, এবং বড় কিছু পাওয়ার মতো।
করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন বলাকা ক্লাব
রাঙামাটি :: প্রানঘাতি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন রাঙামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাব। আজ বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে শহরের গর্জনতলী এলাকায় হতদরিদ্র ৭১টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দেন ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যরা।
বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা জানান, গর্জনতলী এলাকায় শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যারা দিন মজুরী করে দিনে এনে দিনে খাই। প্রানঘাতি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি আমাদের ক্লাবের এ উদ্যেগ কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আমি মনে করি। এছাড়া ক্লাবের উদ্যেগে প্রতিদিন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ কারণে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ও মানুষকে সচেতন করা হচ্ছে। তিনি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেন এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন। তিনি বলেন, বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৮কেজি চাল, ১কেজি ডাল, আড়াই কেজি আলু, আধা কেজি লবন ও আধা কেজি পেয়াজ।
ত্রাণ বিতরণে বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, উপদেষ্টা দীলিপ বড়ুয়া, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, অর্থ সম্পাদক সুইচিং মারমা, সদস্য দেবদাস ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।
বিলাইছড়ির দুইশতাধিক করোনায় কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থসহায়তা প্রদান
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে দূর্গম গ্রামেগঞ্জে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং বিভিন্ন স্থানে ১০টাকা মূল্যে চাল বিতরণের ব্যবস্থা করেছেন। তিনি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য সর্বসাকুল্য দিয়ে কাজ করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (০২এপ্রিল) সকালে বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে দূর্গম বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদ কর্তৃক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বিপর্যপ্ত দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাবিব, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তংচঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, তিনকুনিয়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, প্রাক্তন সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, প্রাক্তন দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধৈর্য সহকারে ঘরে অবস্থান করতে হবে। সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে সরকার করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতনতাই আমাদের নিজেকে, আমাদের পরিবার এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে। তিনি বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িতে দিতে আহ্বান জানান তিনি।