শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে করোনায় গরীবদের মাঝে পার্বত্য মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ
বান্দরবানে করোনায় গরীবদের মাঝে পার্বত্য মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনাভাইরাস মোকাবেলায় সুয়ালক ইউনিয়নের গরিব দুঃখী খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি বান্দরবানে করোনা রোগী নেই। তবে কোয়ারেন্টাইনে রয়েছে ১ শত ৬০ জন। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নে ১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলায় বান্দরবান জেলায় ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ১৪৭ মেট্রিকটন ও পার্বত্য মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের মাধ্যমে ২ শত মেট্রিক টন খাদ্যশস্য ও ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে অন্য দুই পার্বত্য জেলায়ও সমান বরাদ্দ দেওয়া হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় বান্দরবানের পুরো জেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশসহ এলাকার বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে এলাকার নিন্মস্তরের গরীব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এদিকে, বান্দরবান স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, বান্দরবানে করোনা রোগী শনাক্ত হয়নি। তবে কোয়ারেন্টাইন এ রয়েছে ১শত ৬০ জন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে মন্ত্রী সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান প্রমুখ।