রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে মানবিক সহযোগিতায় দাঁড়াল চাকুরীজীবিরা
জুরাছড়িতে মানবিক সহযোগিতায় দাঁড়াল চাকুরীজীবিরা
রপ্তদীপ চাকমা রকি, জুরাছড়ি :: বিশ্বজুড়ে চলছে মহামারী আকারে ধারণ করা COVID- 19 করোনার আতংক আর মৃত্যুর মিছিল। সম্প্রতি বাংলাদেশ সরকার দেশের সর্বসাধারনকে হোম কোয়ারান্টাইনে থাকার লক্ষে লকডাউনের ঘোষণা করেন। লকডাউনের পর থেকে হঠাৎ থেমে গেল দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা আর অর্থ উপার্জন করা। এরই পাশাপাশি সরকার তিন পার্বত্য জেলায় “বৈসাবি” উৎসব সহ দেশের সর্ব প্রান্তে বৈশাখী উৎসব উদযাপন বন্ধ করার ঘোষনা দেন। একে কেন্দ্র করে আজ রবিবার জুরাছড়িতে ধামাইপাড়াগ্রামের ৫৯ পরিবারের মাঝে মানবিক সহযোগীতায় ত্রান বিতরণে এগিয়ে আসলেন ২নং বনযোগীছড়া ইউনিয়নের ধামায়পাড়া গ্রামের চাকুরীজীবী সমাজ।
এসময় ত্রান বিতরণ কালে হাজ্যামাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চাকমা জানান, সারা বিশ্ব ব্যাপী মহামারী আকারে ধারণ করছে করোনা ভাইরা। তাই মানুষের জন জীবনযাত্রা আজ স্তব্দ হয়ে রয়েছে। তিনি জানান সরকারের নির্দেশনা অনুযায়ী বৈসাবী উৎসব বন্ধ উপলক্ষে ধামায় পাড়া গ্রামের চাকুরীজীবীরা তাদের বৈশাখী ভাতার টাকা দিয়ে শ্রমজীবী মানুষের কাছে এবছরে ত্রান বিতরণ করার উদ্যোগ গ্রহন করেন।