রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিদ্যুৎপিষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎপিষ্টে যুবকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ঢেউটিন লাগাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘরের চাল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) সকালে বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় বাসিন্দা প্রদীপ বড়ুয়ার পুত্র বাবু বড়ুয়া (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটায় ঘরের চালে ঢেউটিন লাগানোর সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘরের চাল থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পাড়া বাসীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঢেউটিন লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের চাল থেকে পড়ে বাবু বড়ুয়া নামে যুবকটির মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে।