সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইন অমান্য করায় আজও ৭ জনকে অর্থদন্ড করেছে কাপ্তাই প্রশাসন
আইন অমান্য করায় আজও ৭ জনকে অর্থদন্ড করেছে কাপ্তাই প্রশাসন
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলা নতুন বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫ জন দোকানদার এবং ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় অর্থদন্ড প্রদান করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেলে আজ সোমবার ৬ এপ্রিল কাপ্তাই নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সেখানে গিয়ে দেখতে পান, নতুন বাজার এলাকার ৫ টি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি উক্ত ৫টি দোকানের মালিক ও ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় করোনা প্রতিরোধ সংক্রান্ত আইন অমান্য করায় সর্বোমোট ৭৯০০ টাকা জরিমানা প্রদান করেন।
যার মধ্যে কাপ্তাই নতুন বাজারের মনিহার স্টুডিওকে ৫০০ টাকা, কুমকুম স্টোরকে ২০০০ টাকা, ঐ দোকানের ২ জন ক্রেতাকে মোট ৪০০ টাকা, মা বেকারিকে ৩০০০ টাকা, জনতা ইলেকট্রনিক্সকে ১৫০০ টাকা এবং পান দোকানদার ইকবাল হোসেনকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ হতে ত্রান সহায়তা প্রদান
কাপ্তাই :: করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষে ঘরে বসা,খেটে খাওয়া,অসহায় দুস্থ লোকদের কাপ্তাই সেচ্ছাসেবকলীগের পক্ষ হতে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) এবং আজ সোমবার (৬ এপ্রিল) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৬৫ টি পরিবারের মাঝে গিয়ে চাল,ডাল,আলু,,তৈল,লবন সহ নিত্যপ্রণ্য ত্রানসমগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক।
এসময় তিনি বলেন, পাহাড়ী - বাংগালী ঐক্যের প্রতিক রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদারের পক্ষ হতে এই সংকট মূহুর্তে অসহায় পরিবারের নিকট কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ হতে ত্রান বিতরণ করা হচ্ছে। তিনি সকলকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।