সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনার বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারন মানুষ
করোনার বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারন মানুষ
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: করোনার প্রভাব বিস্ততারের কারনে বেশ কিছু দিন যাবত বাগেরহাটের মোংলা শহরের দোকান পাট, বড়ো বড়ো ব্যাবসা প্রতিস্টান বন্ধ থাকার কারনে সাধারন মানুষ ঘর থেক বের হতে না পাড়ার কারনে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারন মানুষ। শহরের রাস্তা ঘাটে মানুষের চলাচল অনেকটা কমে যাওয়ায় রোজ গারের কোন পথ না থাকায় ঘরে থাকতে না পেরে পেটের দায়ে তারা নেমে পড়ছেন রাস্তায়। সোমবার সকাল ১১টায় মোংলা কলেজ মোড়ে দাড়িয়ে থাকা ভ্যান চালক ইউসুপ মিয়া জানানা সংসারে ৪জন লোক নিয়ে চলতে তার প্রতিদিন ৩০০টাকার দরকার হয় কিন্তু করোনার প্রভাবে রাস্তায় লোক জন বের না হওয়াতে তার ১৫০/২০০ টাকা ইনকাম করতে হিমশিম খেতে হচ্ছে। যার ফলে বোউ বাচ্চা নিয়ে বেচে থাকা দ্বায় হয়ে পড়েছে, এছাড়াও ডেইলি খেটে খাওয়া দিন মজুররা কোন কাজ না থাকাতে চরম দুঃখ কস্টে নিয়ে জীবন কাটাচ্ছে।
অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন এ্যাড.মিলন এম পি
বাগেরহাট :: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বাগেরহাট-৪সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় ৫ হাজার অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন সোমবার বিকালেবেশ কয়েকজন স্বেচ্ছাসেবীর সহায়তায় গাড়িতে করে চাল, ডাল আলু, তেল নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন এ্যাড.মিলন এম পি ।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ.লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউনিয়ন আ. লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাড. মিলন বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকুন। খাবার পৌছে দেওয়া হবে।
পর্যায়ক্রমে মোরেলগঞ্জ-শরণখোলার ২০ টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলেও এমপি জানান।