সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু
গাজীপুরে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়েছে৷
১ ফেব্রুয়ারি সোমবার সকালে আমেরিকান চিকিত্সকের একটি দল ওইসব রোগীদের অপারেশন শুরু করেন৷
এদিকে, অপারেশন করাতে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত রোগীরা সকাল থেকেই হাসপাতালে ভিড় শুরু করেন৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সোমবার সকাল ৯টার দিকে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়৷ রোটারী ক্লাব অব গুলশান লেক সিটি, ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা এলায়েন্স ফর স্মাইলস আয়োজিত দক্ষ আমেরিকান চিকিত্সক টিম ওইসব রোগীদের অপারেশন করছেন৷
গাজীপুর রোটারী ক্লাব ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে৷
কার্যক্রমের আওতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যেকোনো বয়সের শতাধিক রোগীর অপারেশন করানো হবে এবং ওষুধ দেওয়া হবে৷