শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন
গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন
সাইফুল মিলন, গাইবান্ধা :: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ( ১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঘোষণার পর থেকে সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় গাইবান্ধা জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবেনা। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, এ লকডাউনের ফলে বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্যকোন জেলা হতে কেউ প্রবেশ বা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না। এ ছাড়াও জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এদিকে আইইডিসিআর এর তালিকায় গাইবান্ধায় করোনা আক্রান্ত ৮ জন জেলা সিভিল সার্জনের তালিকায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সিভিল সার্জনের তালিকায় জেলার ৭ উপজেলায় ১৯৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র ফুলছড়ি উপজেলায় নৌ-পথে আসা ৯২ জন দুইটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সদর উপজেলায় ১৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকের মধ্যে এই সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।