শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাইখালী ইউপি’র এক হাজার জন পেলো ত্রান সহায়তা
রাইখালী ইউপি’র এক হাজার জন পেলো ত্রান সহায়তা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: মহামরি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে কার্যত লগডাউন। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এই অবস্থায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের আওতায় সর্বমোট এক হাজার হতদরিদ্র পরিবার পেলো সরকারি ত্রান সহায়তা।
এই ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ৪০০, উপজেলা পরিষদ হতে গাড়িচালকদের ৫০ এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৫৫০ টি পরিবার পেলো ত্রানসহায়তা। এছাড়া রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২ শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।।
রাঙামাটি জেলা পরিষদের কাপ্তাইে ত্রান পেল আরো ১৬ শত পরিবার
কাপ্তাই :: বিশ্ব মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা জানান, ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ১৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং ১৬০০ পরিবার এই সহায়তা পেয়েছে। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৩০০ পরিবার, ২ নং রাইখালী ইউনিয়নে ৩৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩০০ পরিবার, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৩ শত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।