রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধানক্ষেতের পাশে নবজাতকের মরদেহ
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধানক্ষেতের পাশে নবজাতকের মরদেহ
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকার তাজনিমারখোলায় রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি ক্যাম্প-১৯ এর পাশে ধান ক্ষেতে অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া গেছে।
পথচারীদের মতে, শনিবার দুপুরে পথচারীরা ধান ক্ষেতের পাশে সদ্য জন্ম নেয়া রক্তমাখা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। তবে কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।
এব্যাপারে জানতে তাজনিমারখোলা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরণের কোন তথ্য তিনি পায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছি এবং লাশ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ধানক্ষেতে শিশুর মৃতদেহ পড়ে থাকার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি নবজাতকটি ক্যাম্পে কর্মরত এনজিও কর্মীদের অনৈতিক সম্পর্কের ফসল বলেও মন্তব্য করেন।