সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে প্রবেশ পথে সেনাবাহিনী জীবাণু নাশক স্প্রে মেশিন স্থাপন
বান্দরবানে প্রবেশ পথে সেনাবাহিনী জীবাণু নাশক স্প্রে মেশিন স্থাপন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের করোনা ভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বান্দরবান জেলায় প্রবেশ পথের রেইছা চেকপোষ্টে সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা স্প্রে মেশিন এর মাধ্যমে জরুরী প্রয়োজনে যাতায়াত করা সকল যানবাহনে জীবাণু নাশক ঔষধ দিয়ে স্প্রে করা হচ্ছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবানের প্রধান প্রবেশপথ রেইছা আর্মি চেকপোস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর নিজস্ব তৈরি জীবানু নাশক স্প্রে মেশিন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দাউদুল ইসলাম, সদর জোন কমান্ডার লে: কর্ণেল আখতার উস সামাদ রাফি, ব্রিগেডের (জিটু আই) মেজর ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বান্দরবানের করোনাভাইরাস মোকাবেলায় শহরে সেনাবাহিনী,পুলিশ ও জেলা প্রশাসনের কড়া নজরদারি বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শহরের প্রবেশপথ গুলোতে পণ্যবাহী জরুরী যানবাহন ছাড়া কোন গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। পার্শ্ববর্তী তিন জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটিতে করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী করা সতর্কতায় রয়েছে। তবে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই মারমা জানিয়েছেন এখনো পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি।