মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে করোনাভাইরাস রোধে জীবানুনাশক স্প্রে
মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে করোনাভাইরাস রোধে জীবানুনাশক স্প্রে
নুরনবী অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে নভেল করোনাভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমণ রোধে টানা ৪র্থ দিনের মতো জীবানুনাশক স্প্রে কার্যক্রম চালানো হয়েছে। ১৩ এপ্রিল সোমবার মাটিরাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহল্লার মহল্লায় মাইকিং ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে সারাদিন সরব থেকেছেন আয়োজক ও সহযোগিতাকারী প্রতিষ্ঠানের সদস্যরা।
সোমবার স্প্রে কার্যক্রমের ৪র্থ দিন সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসালাম , মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক সম্মিলিতভাবে মুসলিমপাড়া, রসুলপুর, বাইল্ল্যাছড়ি সহ ৯নং ওয়ার্ডের পাড়া- মহল্লার রাস্তা এবং নর্দমায় স্প্রে‘ করে জীবাণুনাশক কার্যক্রমের সুচনা করেন। এ সময় তারা- সরকারিভাবে পুণরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে নিজ নিজ বাড়ীতে অবস্থান করার আহবান জানিয়ে বিনা প্রয়োজনে বাজারে, পাড়া মহল্লার দোকানে বা রাস্তা মোড়ে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এ সময়ে বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা পৌর শাখার নেতাকর্মীদের জীবানুনাশক স্প্রে কার্যক্রমে সহযোগিতা করতে দেখা গেছে। বিগত দিনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবারও তারা সকাল থেকে নিরসলভাবে এই মানবিক সেবা দিয়েছেন বলে জানায় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ সুত্র।
সকালে জীবানুনাশক কার্যক্রমের উদ্যোক্তা বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি বাবুল আহমেদ, প্রধান সমন্বয়ক ও পৌর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন রিপনসহ মুসলিমপাড়ার যুব সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ শারীরিক দুরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন। এ সময় করোনায় আক্রান্ত এলাকা থেকে আগতদের হোম কোয়ারিন্টিন নিশ্চিত করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা।