বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় ডা: মঈনের মৃত্যুতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শোক
করোনায় ডা: মঈনের মৃত্যুতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শোক
সিলেট প্রতিনিধি :: দেশের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও সিলেটের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলার নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলা শাখার সদস্যবৃন্দের পক্ষে শোক প্রকাশ করেন, সংগঠনের সভাপতি রুহুল ইসলাম মিঠু, সহ-সভাপতি নাঈম কোরেশী পলাশ, এস.এম জহুরুল ইসলাম, হোসেন কবির, সাধারন সম্পাদক ডা.আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, কোষাধক্ষ আব্দুল ওয়াদুদ শিপলু, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, সহ-প্রচার সম্পাদক বিশু দেব নাথ, সহ-দফতর সম্পাদক কাজী হীরা আহমদ, সদস্য কলামিস্ট তাজ উদ্দিন, ডা. আকবর আলী, কবি কামাল আহমদ, ছড়াকার শাহরুল ইসলাম মন্ডল, হামিদ আহমদ আকাশ, আলমগীর হোসেন, সেলিম আহমদ প্রমুখ।
বুধবার বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলার অফিসিয়াল ফেসবুক পেইজে এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ডা. মঈন ছিলেন সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকের কৃতি সন্তান ও এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ চিকিৎসক। তিনি অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। রোগীর সেবা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি বীরের মত মৃত্যুবরন করেছেন। মহান এ বীর সাহসী চিকিৎসকের মৃত্যুতে সিলেট একজন জনহিতেষী ডাক্তার এবং বাংলাদেশ হারালো একজন মেধাবী সন্তান। মহান রাব্বুল আলামীন তার এ বলিদানকে কবুল করেন এবং তাকে জান্নাতেরবাসী করেন।