বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টাকার বিনিময়ে মানুষ পারাপারকালে জনতার হাতে এসআই শহিদুল আটক
টাকার বিনিময়ে মানুষ পারাপারকালে জনতার হাতে এসআই শহিদুল আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: করোনা ভাইরাসের ঝুকি নিয়ে সাধারন মানুষ যখন বিভিন্ন ভাবে নিজ এলাকায় প্রবেশের চেষ্টা করছিলেন তখন আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কাউখালীর মঘাইছড়ি ইটভাটা সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে শসস্ত্র অবস্থায় সাদা পোষাকে চাঁদাবাজী করতে গেলে চেয়ারম্যান মেম্বারদের সহযোগীতায় উত্তেজিত জনতা তাকে আটক করে। পরে কাউখালী থানার আওতাধীন মঘাইছড়ি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ অভিযুক্ত ঐ এসআইকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। কাউখালী পুলিশ পরে তাকে রাঙ্গুনীয়া পুলিশের হাতে ন্যাস্ত করে।
খবর পেয়ে কাউখালীর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, রাঙ্গুনীয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম, কাউখালী থানার ওসি মো. শহিদুল্লাহ পিপিএম, রাঙ্গুনীয়া থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যেহেতু বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এসেছে সেহেতু তার বিরুদ্ধ পুলিশই অফিসিয়ালি ব্যাবস্থা গ্রহণ করবে। রাঙ্গুনীয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম জানান, বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তিনি জানান, এমন গর্হিত অপরাধের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধ বিভাগীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদিশ চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দেশজুড়ে লক ডাউনের পর থেকে রাঙ্গুনীয়ার রানীর হাট পুলিশ ফাঁড়ির আইসি এস আই মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে কাউখালীর সীমানায় এসে সাদা পোষাকে প্রায়শই চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তিনি জানান, গত এক সপ্তাহে অভিযুক্ত এ এসআই মাথাপিছু এক হাজার টাকার বিনিময়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাহাড়ি বাঙ্গালীকে পাহাড়ে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। দৈনিক গড়ে ৮০-১০০ জন নারী-পুরুষকে প্রবেশ করার সুযোগ দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। ফলে পুরো এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে।
ঘাগড়া ইনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা বর্ণা চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লকডাউন থাকার পরও মাথাপিছু এক হাজার টাকা নিয়ে মানুষকে পাহাড়ে প্রবেশ করার সুযোগ দিচ্ছিলেন সাদা পোষাকধারী অভিযুক্ত এ এসআই। আমরা খবর পেয়ে এলাকার লোকজনকে সাথে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে উত্তিজিত জনতা নগদ ৬০০০ হাজার টাকাসহ তাকে আটক মঘাইছড়ি পুলিশ ক্যাম্পে সৌপর্দ করেন।
কাউখালীতে আশিকা এনজিও’র চিকিৎসা সামগ্রী প্রদান
কাউখালী :: রাঙামাটি জেলার বে-সরকারী উন্নয়ন মুলুক সংস্থা আশিকা এনজিও’র পক্ষ হতে কাউখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্টানে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় করোনা ভাইরাস কোভিড-১৯ টিও হাম প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরী সহায়তা হিসাবে বিভিন্ন প্রতিষ্টানে চিকিৎসা সামগ্রী প্রদান করেন।
এ সময় সংস্থাটির পক্ষে চিকিৎসা সামগ্রীর মধ্যে কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ কে এক সেট নেবুলেইজার,১টি গ্যাস সিলিন্ডার প্রদান করেন এবং উপজেলা পরিষদ কে ৭০টি পরিবারের জন্য ৭০০টি সাবান,মগ ৭০টি,বালতি ৭০টি,টিস্যু ১৭০ পেকেট,মাক্স ৩৫০টি প্রদান করেন আশিকা এনজিও’র প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা, প্রকল্প কর্মকর্তা মিন্টু চাকমা, প্রকল্প কর্মকর্তা উছি মং মারমা।
অপরদিকে সংস্থাটি জানান করোনা ভাইরাস কোভিড-১৯ ও হাম প্রাদুভার্ব মোকাবেলায় জরুরী সহায়তা হিসাবে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র (এনজিও) স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলার ২২ টি উপজেলা স্বাস্থ্য বিভাগ কে ১টি নেবুলেইজার মেশিন,১টি করে গ্যাস সিলিন্ডার সহ ৭০টি স্টিকার,৪টি ব্যানার,১০টি ফেস্টুন,৭০ টি লিফলেট ও ১টি করে পানির ট্যাংক প্রদান করেন বলে জানান।