বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার : আটক-৫
উখিয়ায় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার : আটক-৫
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা মনখালীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার ও ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচার কাজে জড়িত থাকায় ইউপি মেম্বারসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, জালিয়াপালং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আ’লীগের সভাপতি ও জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য মো: মূছা (৪৩), আব্দুল আলীর ছেলে ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার আবুল বশর (৩৫), কবির আহমদের ছেলে ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার আবুল মঞ্জুর (২৪), মাদারবনিয়ার কেফাতং চাকমার ছেলে সুমন চাকমা(২৪), টেকনাফের কপটবনিয়ার মংচাতাইন চাকমার স্ত্রী মাসু চাকমা (৪৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, জালিয়াপালং ইউপি সদস্য হওয়ার সুবাদে মুছা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দুই চৌকিদারের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছে। আবার কেউ ইয়াবার চালান নিয়ে যাওয়ার পথে কমিউনিটি পুলিশের নাম ভাঙিয়ে জব্দ করে মেম্বার নিজে আত্নসাৎ করে বলেও জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, অভিযান এখনো অব্যাহত রয়েছে (সন্ধ্যা ৭টার দিকে)। আজ সকালে ১০ হাজার ইয়াবা চালান হওয়ার খবর পেয়ে পুলিশী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বাকী ১ হাজার ইয়াবা উদ্ধারের চেষ্টা চলছে।
আটককৃতদের একজন বয়স্ক চাকমা মহিলা আছে। ইয়াবার সাথে তার সংশ্লিষ্ট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।