শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত-১ : অপহৃত-২
রোয়াংছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত-১ : অপহৃত-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ১ জন নিহত ও দুজন অপহৃত হয়েছে। আজ শুক্রবার ১৭ এপ্রিল সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যনাইজু পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৩০)। তার বাড়ি থানছি উপজেলার রেমাক্রী এলাকায়। সে একসময় মারমা লিবারেশন পার্টির সদস্য ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ টার দিকে মোটর সাইকেলে করে একদল সশস্ত্র সন্ত্রাসী ঐ পাড়া সংলগ্ন দোকানে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে ওই যুবক নিহত হয়। নিহত যুবক বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সংস্কাপস্থি গ্রুপের সাথে সম্পৃক্ত বলে ধারণা গ্রামবাসির। অন্য অপহৃত দুই ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।
ওই এলাকার মৌজা হেডম্যান ম্যচিং মারমা জানিয়েছেন, সকালে মোটর সাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎ পাড়ার পাশের দোকানগুলোতে এসে গুলি চালায়। পরে তারা যাওয়ার সময় দুজনকে ধরে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।