শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই সেনা জোনের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে জীবাণুনাষক স্প্রে
কাপ্তাই সেনা জোনের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে জীবাণুনাষক স্প্রে
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে
আজ শুক্রবার ১৭ এপ্রিল কাপ্তাই এলাকায় কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
এসময় সেনাবাহিনী সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করে বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করেন।
চন্দ্রঘোনা ইউপিতে প্রধানমন্ত্রীর উপহার পেলো আরো ২শত পরিবার
কাপ্তাই :: রাঙামটি জেলার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে চর্তুথ ধাপে ২শত পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এছাড়া প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার স্বরূপ ২৮ টি হতদরিদ্র পরিবারের শিশু পেল শিশু খাদ্য।
১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন আরো ২শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার এবং ২৮ টি হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে পৌঁছানো হয়েছে প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার। সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গুলো কর্মহীন হতদরিদ্র মানুষের ধারে ধারে গিয়ে ইউপি সদস্যরা পৌঁছে দিচ্ছে। ইউপি চেয়্যারম্যান আরো জানান, অনেকের ফোন পেয়েও তাদের বাড়িতে গিয়ে ত্রানসহায়তা পৌঁছানো হয়েছে।