শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » শরীয়তপুরে চাল আত্নসাতের সংবাদ সংগ্রহের জেরে দুই সাংবাদিকের উপর হামলা
শরীয়তপুরে চাল আত্নসাতের সংবাদ সংগ্রহের জেরে দুই সাংবাদিকের উপর হামলা
শরীয়তপুর প্রতিনিধি :: করোনাভাইরাস মহামারী হওয়ায় কারণে সারা বাংলাদেশে ওএমএসের মাধ্যেমে সরকার চাল বিতরনের ঘোষনা দেয়। যার ফলে শরীয়তপুর সদর পৌরসভার ৫নং ওয়ার্ডের আলমগীর চৌকিদার ওএমএসের ডিলারশীপ পায়। কিন্তু তিনি ওএমএসের চাল স্থানীয় জনসাধানকে বন্টন না করে আত্মসাৎ করার উদ্দেশে বাড়িতে লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে আজ ১৮ এপ্রিল শনিবার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরন করে সিরাজ চৌকিদারের ছেলে আলমগীর ও তার ছোট ভাই জাহাঙ্গীর চৌকিদার।
এঘটনার পর সাংবাদিকরা চলে এলে তার এক ঘন্টা পর দুপুর দেড়টার দিকে ডিসি অফিসের কাছে এড. আলমগীর মুন্সীর চেম্বারের পাশের গলিতে জয়যাত্রা টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল অপরাধবার্তার সাংবাদিক মো. মহসিন রেজা ও দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি সোহাগ খান সুজনের উপর আলমগীর চৌকিদারের লোকজন অতর্কিত হামলা চালায়।
সাংবাদিকদের স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এসময় সন্ত্রাসী জাহাঙ্গীর চৌকিদার, আলমগীর চৌকিদার, জাহাঙ্গীর বেপারী, হায়দার শিকদার, জুয়েল আকনসহ ১৫/২০ জন এলোপাতাড়ি মারধর করে সাংবাদিকদের।
গত বৃহস্পতিবার পালং ইউনিয়নের ডিলার বোরহান মেম্বারের চাল কম দেওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় এই হামলার পেছনে বোরহান মেম্বারের ইন্ধন রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শরীয়তপুরের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহত সাংবাদিকদের স্বজনরা।