মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ত্রাণের সাথে সবজি বিতরণ
কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ত্রাণের সাথে সবজি বিতরণ
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাস সংক্রান্ত- দুর্যোগে কর্মহীন ও দুঃস্থ মানুষদের মধ্যে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ে চাল, ডাল, তেলসহ পুষ্টি সমৃদ্ধ সবজিও বিতরণ করা হয়।
গাইবান্ধা পৌরসভার উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেলসহ পুষ্টি সমৃদ্ধ সবজিও। মঙ্গলবার বিকেলে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে চাল, ডালের পাশাপাশি করলা, বেগুন আলুসহ মিষ্টি কুমড়া দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল মতিন, পৌরমেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।
এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, লকডাউনে কৃষি পন্যের দাম নেমে যাওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্যমুলে ক্রয় করে জেলার সকল ত্রান কার্যক্রমে চাল ডালের পাশাপাশি কৃষি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, সরকারি সিদ্ধান- মোতাবেক প্রতিটি উপজেলায় এসব কৃষকদের সবজি ক্রয়ের মাধ্যমে স্বাস্থসম্মত ত্রান বিতরণ কার্যক্রম এখন থেকে জেলা ও উপজেলা পর্যায়ে অব্যাহত থাকবে।
করোনা ভাইরাসের প্রভাবে বাইরে থেকে কোন পাইকার না আসায় কৃষকরা তাদের সবজির ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এতে বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে গিয়ে কৃষকরা তাদের উৎপাদন খরচও তুলতে পারছে না। সেজন্য কৃষদের উৎপাদিত সবজি বিক্রির অভাবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সে কারণেই পুষ্টি সমৃদ্ধ সবজি ত্রানের সাথে বিতরণ শুরু করা হচ্ছে।