বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৬ জন করোনা সন্দেহে পরিক্ষা সবার নেগেটিভ
রাউজানে ৬ জন করোনা সন্দেহে পরিক্ষা সবার নেগেটিভ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো হাসপাতালটি করোনা রোগীর জন্য প্রস্তুত করা হয়েছে আইসোলেশন কর্ণার । প্রায় এই সরকারী হাসপাতালে ২০ বেডের করোনা রোগীর জন্য আইসোলেশন কর্ণার প্রস্তুর রাখা হয়েছে সাথে রাখা হয়েছে রোগীর প্রয়োজনীয় জিনিষপত্র। গতকাল বুধবার (২২ এপ্রিল) এই আইসোলেশন কক্ষ গুলো পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এ সময় সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নরুল আলম দীন, উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। রাউজানের সর্বশেষ করোনা বিষয়ে তিনি জানান, রাউজানে এই পর্যন্ত মোট ৬ জন এর করোনা সন্দেহে নমুনা পরিক্ষা করা হয়েছে। তাদের সবার পরিক্ষা নেগেটিভ এসেছে। তিনি আরও জানান করোনার উপসর্গ নিয়ে তাদের সাথে যোগাযোগ করলে তাদের নমুনা সংগ্রহ করে কীট পরিক্ষার জন্য চট্টগ্রাম শহরের পাঠান বলে জানান। আইসোলেশন নিয়ে জানতে চাওয়া হলে, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, তাদের প্রস্ততি ভালো এ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রাউজানে ত্রাণ নিয়ে রাতের অন্ধকারে ছুটছেন গাউসিয়া কমিটির সদস্যারা
রাউজান :: সারা বিশ্বের মতো করোনাভাইরাস এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। দিনের পর দিন কঠিন হয়ে পড়ছে সাধারণ মানুষের জনজীবন। আর এসময় গ্রামের নিম্ন আয়ের মানুষ গুলো পড়ছে খাবার সংকটে। ঠিক এ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের শাহাদুল্লাহ্ কাজীর বাড়ির গাউসিয়া কমিটির ইউনিট শাখার অসংখ্যা যুবক সদস্যারা। গতকাল বুধবার রাতে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের ঘরে ঘরে। জানা যায়, রাতের অন্ধকারে ত্রাণ দেওয়া কারণ হচ্ছে মানুষকে ত্রাণ দিয়ে তারা ছোট করতে চাইনা। যাতে অন্য কেউ যাতে না দেখেন। কারণ অনেকে ত্রাণ দেওয়ার সময় ভিডিও এবং ছবি ধারণ করেন এগুলো অনেকে লজ্জায় পড়ে যানা তাই তারা ছবি বা ভিডিও না করে মানুষের ঘরে ঘরে অসহায় মানুষের মাঝে ত্রাণ গুলো বিতরণ করেন। এ ত্রাণ বিতরণে সার্বিক সহযোগীতা করেন, গাউসিয়া কমিটির ঊনসত্তর পাড়া শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর, কামাল উদ্দিন, মো. ফরহাদ ও মো. বোরহান।