শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » করোনা পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার
করোনা পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই ডাক্তার এবং নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। একদিকে দেশে ডাক্তার সংকট অন্যদিকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা দেশের জন্য খুবই উদ্বেগের বিষয়। এই সমস্যা সমাধানের জন্য সরকার আরও ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়ার সিন্ধান্ত নিয়েছে।
গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন নামের এই সংগঠনটি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি মনে করে, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে এবং তাদের সংখ্যা কমে গেলে করোনাভাইরাসের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত ২০৫ জন ডাক্তার এবং ১০০ জনের বেশি নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারা দেশে কোয়ারেন্টিনে আছেন প্রায় ৪০০ ডাক্তার।
করোনার পরিস্থিতির কারণে অনেকটা আতঙ্কের মাঝে চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। তার পরও চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। দেশে জনসংখ্যা বেশি, সেই হিসেবে এখন পর্যন্ত দেশে করোনা রোগী কম রয়েছেন। কিন্তু রোগী বাড়লে হাসপাতালগুলোতে রোগীদের অত্যধিক চাপ পড়বে। গ্রামে-গঞ্জে, উপজেলা এমনকি জেলাসমূহেও প্রয়োজনের তুলনায় ডাক্তার, জনবল এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রচণ্ড অভাব। ফলশ্রুতিতে ডাক্তারগণ, বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারগণ চাপের মধ্যে থাকেন, চিকিৎসা দিতে হিমশিম খান।
দেশে বর্তমানে ৩৯ তম বিসিএস এর ৮৩৬০ জন নন-ক্যাডার ডাক্তার রয়েছেন। করোনার বিশেষ পরিস্থিতিতে দেশে অনেক ডাক্তার সংকট। সে কারণে ৩৯তম বিসিএসের ৮৩৬০ নন ক্যাডার থেকে ডাক্তার থেকে এই নিয়োগ দেওয়া হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা পরিস্থিতি সামাল দেয়ার লক্ষে দেশে নতুন করে আরও ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। যেহেতু কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য নতুন নতুন হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে এবং বেশ কয়েকজন ডাক্তার কে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুই হাজার নতুন ডাক্তার ও ৬ হাজার নতুন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবা আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, রোগীদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে।’
উল্লেখ্য দেশে এখন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৭৫ হাজার ডাক্তার রয়েছেন এবং নার্সের সংখ্যা প্রায় ৩২ হাজার। দেশের সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চাকরিরত ডাক্তারের সংখ্যা জনসংখ্যার অনুপাতে একজন ডাক্তারকের বিপরীতে চিকিৎসাপ্রার্থী মানুষের সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন। আর বিএমডিসি থেকে সনদপ্রাপ্ত (সরকারি-বেসরকারি) ডাক্তারের সম্মিলিত অনুপাতে একজন ডাক্তারকের বিপরীতে সেবাপ্রার্থী ১ হাজার ৮৪৭ জন।