শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথের নিরাজুল ইসলাম চৌধুরী পরিচয় মিলছে না
বিশ্বনাথের নিরাজুল ইসলাম চৌধুরী পরিচয় মিলছে না
বিশ্বনাথ প্রতিনিধি :: পরিচয় মিলছে না শারীরিক অসুস্থতা নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক বৃদ্ধের। তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। করোনা সন্দেহে প্রথমে তার নমুনা নেন চিকিৎসকরা। পরীক্ষার পর তারা নিশ্চিত হন তিনি করোনায় আক্রান্ত নন। তবে তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বললেও তার সঠিক পরিচয় সনাক্ত করতে পরেনি কেউ।
বৃদ্ধা নিজের নাম নিরাজুল ইসলাম চৌধুরী (৫০) জানিয়ে, তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে তার দেয়া নাম-ঠিকানানুযায়ী খোঁজ নিয়ে তা সঠিক পাওয়া যায়নি। পরে ছবি ও তার দেয়া নাম ঠিকানাসহ ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি দেখে কেউ পরিচয় সনাক্ত করতে পারলে যোগাযোগ করতে বলা হয় ০১৭৫২ ১১৯৭৩৫ মোবাইল নাম্বারে।
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, বৃদ্ধের তথ্য ও ছবি আমার কাছে আসার পর অনেক খোঁজ-খবর নিয়েও তার পরিচয় সনাক্ত করতে পারিনি আমরা।
এ বিষয়ে কথা হলে হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডা. রুকন উদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয় থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার সাথে জাতীয় পরিচয়পত্র বা কোন মোবাইল নাম্বার পাওয়া যায়নি। তিনি শুধু জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে তার বাড়ি। এর বেশি কিছু আর বলতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা করিয়েছি। তিনি করোনায় আক্রান্ত নন। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো আছে বলে তিনি জানান।
বিশ্বনাথে রামসুন্দর-০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশ্বনাথ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের-০১ ব্যাচের প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার অর্ধশতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী ও আরো ৩০ পরিবারের সদস্যদের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন দেশে অবস্থানরত একই ব্যাচের শিক্ষার্থীরা। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তেল।
ব্যাচের শিক্ষার্থী মারুফ আহমদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, জেলা অটোরিক্সা-অটোটেম্পু চালক শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ, রাজনীতিবিদ রফিক আলী, ব্যবসায়ী রুকন শিকদার প্রমুখ।
এব্যাপারে ব্যাচের শিক্ষার্থীরা বলেন, প্রবাসে থাকা আমাদের সহপাঠীরা দেশের মানুষের কল্যাণে কাজ করায় এগিয়ে আসায় আমরা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ মানুষের মধ্যে বিতরণ করেছি। অতিথেরন্যায় ভবিষ্যতেও আমরা যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি বা আমাদের কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগীতায় প্রয়োজন।
সিংগেরকাছ দরিদ্র সমাজ কল্যান সংস্থার খাদ্য সামগ্রী বিতরন
বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ দরিদ্র সমাজ কল্যান সংস্থার উদ্যেগে সিংগেরকাছ শাহজালাল মডার্ন একাডেমিতে ১শত গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব নজরুল ইসলাম হান্দু ইউপি সদস্য ইরন মিয়া হাফিজ আরব খান সংস্থার সভাপতি এইচ এম আরশ আলী সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সদস্য বৃন্দ, শামিম খান,কুতুব উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলী জুনেল, এডভোকেট আ ফ ম, জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, কাওছার আলী,সালেহ উদ্দিন,আবু তাহের মিছবাহ, ইসলাম উদ্দিন, সোহেল আহমদ,আক্তার হোসেন শেখ, মোঃ তাজ উল্লাহ, সোহাগ আহমদ চন্দন, মখলিছ আলী, নাজিম উদ্দিন, ডাক্তর আলতাব হোসেন, মাওলানা শফিকুল ইসলামের দোয়া পরিচালনার মাধ্যমে বিতরণের কাজ সমাপ্তি করা হয়।