শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকের পাকা ধান কাটতে দুই শতাধিক শ্রমিক প্রেরণ
প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকের পাকা ধান কাটতে দুই শতাধিক শ্রমিক প্রেরণ
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ধান কর্তন ও মাড়াইয়ের জন্য করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের অভাবে এ অঞ্চলের কৃষক যখন চিন্তাগ্রস্থ তখনই বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গতকাল শুক্রবার বিকালে ৭০ জন কৃষি শ্রমিক বরিশালের উজিরপুর উপজেলায় পাঠানো হয়েছে। এ নিয়ে দু’দফায় ২ শতাধিক শ্রমিক পাঠানো হল।
করানোর ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নদী পথে ট্রলার যোগে এদেরকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। এসময় উপস্থিত, ছিলেন উপজেলা নির্বাহী অফিসার.কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ।
আমন মৌসুমের পর এ এলাকার অনেক কৃষক কর্মহীন থাকে। যার কারনে প্রতিবছর এ এলাকা থেকে হাজার হাজার কৃষক স্ব-উদ্যোগে বিভিন্ন এলাকায় ধান কাটা শ্রমিকের কাজ করতে যায়। এবছরে করোনার সর্তকতা ও যোগাযোগ ব্যবস্থা লক ডাউনের কারনে কৃষি শ্রমিকরা যেতে পারছিলনা। অপরদিকে শ্রমিকের অভাবে ঐসব অঞ্চলের ধান কাটা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় সরকারের উদ্যোগে এদেরকে ধান কাটার জন্য উদ্যোগ গ্রহন করে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, বাগেরহাটে এখনো করেনা মুক্ত । তারপরও এসব কৃষি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এরা আবার ফিরে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, এবছরে উপজেলা কৃষি দপ্তরের তালিকাভূক্ত ২ হাজার কৃষি শ্রমিক ধান কাটা মৌসুমে বিভিন্ন এলাকায় পাঠানো হবে। আর এদের সার্বিক সহযোগীতা নিশ্চিত করবে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী চলতি মৌসুমে ধানের ফসল উত্তোলনের নিশ্চিয়তা যাতে ব্যাহত না হয় সেজন্য উপজেলা কৃষি দপ্তরের তালিকাভূক্ত কৃষক পাঠানো হচ্ছে। তাছাড়া উপজেলার সাড়ে ৭ন শ’ কৃষককে প্রনোদনায় আওতায় বিনামূল্যে বীজ সার দেয়া হয়েছে
অসহায় মানুষের পাশে বু্রো বাংলাদেশ
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ -শরণখোলায় করোনায় গৃহবন্দী কর্মহীন ১৭৩ অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বুরো বাংলাদেশ । আজ শনিবার ২৫শে এপ্রিল সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চন্তরে শাখা ম্যানেজার মো ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষ কুমার কুন্ডলএরিয়া ম্যানেজার খুলনা . তপন কুমার সরকার.এ ত্রানসামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ,।মহামরি করোনায় কর্মহীন খাদ্য সামগ্রী বিতরন কালে বুরো বাংলাদেশ এর চেয়ারম্যান সাহেবের নিদের্শে ছবি না তুলে খাদ্য সামগ্রী বিতরন করেন। ইউসুফ আলী এসময় সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, করোনা সংক্রামন থেকে এড়াতে মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় তারা কর্মহীন হয়ে পড়েছে। আসুন আমাদের যার যতটুকু সাধ্য আছে;তাই নিয়ে এসব মানুষের পাশে দাড়াই।
জানিনা এই মহামারীতে কে কতটুকু সময় আছি। বাচব কি বাঁচব না, তা জানেন একমাত্র আল্লাহ্। তবুও সাধ্যের মধ্যে তাদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। বু্রো বাংলাদেশএর সকলের জন্য দোয়া করবেন।