রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। চলমান করোনা ভাইরাস মোকাবেলায় আজ ২৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১ টায় এ ভ্রাম্যমান আদালত হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় সেনাবাহিনী ও চাটমোহর থানার পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের বিভিন্ন স্থানে দোকান খুলে ব্যাবসা পরিচালনা করার অপরাধে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে এসময়, চাটমোহর সরকারী কলেজ গেটের মা ইলেক্ট্রনিক্সকে ৫০০ টাকা, ষ্টার মোড়ের শরিফ লাইব্রেরীকে ৫০০, স্বপন ইলেক্ট্রনিক্স্র ২০০ টাকা, থানা মোড়ের শামিউল ভারাইট্রীজ ষ্ট্রোরকে ১০০০, পুরাতন কৃষি বাংকের নিচে নকশী স্টেশনারিকে ১০০০ টাকা, এবং রঞ্জু ষ্ট্রোরকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।