বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাংলা লিংক কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই
গাজীপুরে বাংলা লিংক কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই
গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ) গাজীপুরের শ্রীপুরে বাংলা লিংকের এক সেলস্ রিপ্রেজেনন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি)কে গুলি করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা৷
৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর সোয়া ২টার দিকে শ্রীপুর উপজেলার তালহা স্পিনিং মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে৷
আহতের নাম মোক্তাদির এলাহী (৩২)৷ তিনি গাজীপুরের তেলিপাড়া এলাকার এমদাদ এন্ড ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি৷ সে গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর গ্রামের মকবুল এলাহীর ছেলে৷
এমদাদ এন্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী এমদাদুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মোক্তাদির শ্রীপুর উপজেলার এমসি বাজার এরিয়া থেকে বাংলালিংক আইটপ আপের জন্য প্রতিদিনের ন্যায় টাকা উত্তোলন করতে যায়৷ বুধবার দুপুরে সে এমসি বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তায় আসছিল ৷ এসময় এক মোটর সাইকেলযোগে তিন ছিনতাইকারী তাকে অনুসরণ করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তালহা স্পিনিং মিল কারখানার সামনে এসে তাকে গুলি করলে সে মোটর সাইকেল থেকে পড়ে যায় ও তার কোমরের উপরে পিঠে গুলি বিদ্ধ হয়৷ পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ৷ ব্যাগে বিভিন্ন দোকান থেকে ওঠানো নগদ ৮৬ হাজার পাঁচ’শ টাকা ও ৩০ হাজার টাকার বাংলা লিংকের স্ক্র্যাচ কার্ড ছিল ৷ স্থানীয়রা তাকে আহত অবস্থায় মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিত্সার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে ৷