রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বিশ্বনাথে সরকারি ত্রাণ নিয়ে বিভ্রান্তিকর লাইভ
বিশ্বনাথে সরকারি ত্রাণ নিয়ে বিভ্রান্তিকর লাইভ
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি ত্রাণ নিয়ে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে, এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ সদস্য মতিন মিয়া আজ ২৬ এপ্রিল রবিবার বিশ্বনাথ থানায় এ ডায়েরী (যার নাম্বার-৮১০) করেন।
ডায়েরীতে প্রকাশ, একই ইউনিয়নের বন্ধুয়া গ্রামের মানিক মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), গত ২২ এপ্রিল বিকেলে ছোট দিঘলী গ্রামে যান। গ্রামের লায়েক মিয়ার উঠোনে ছোট-বড় সবাইকে জড়ো করে ‘সিলেট টু লন্ডন’র ফেসবুক পেইজ থেকে লাইভ দেন তিনি। ‘গ্রামের কেউই পায়নি ত্রাণ, ত্রাণ পৌছেনি কোন এলাকায়, না খেয়ে আছে মানুষ’- এইসব শেখানো কথা প্রচার করা লাইভে। অথচ ওই এলাকায় বেশকিছু মানুষের মাঝে মধ্যে বিতরণ করা হয়েছে সরকারি ত্রাণ। বাকীদেরও পর্যায়ক্রমে ত্রাণ দেয়া প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যানসহ দানশীলদের ব্যক্তি উদ্যোগেও ছোট দিঘলী গ্রামের শতাধিক পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী। সরকারি-বেসরকারি ত্রাণ দেয়ার পরও মনগড়া এ লাইভ সমাজে বিভ্রান্তির সৃষ্টি করেছে। মানহানি করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের।
এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, সরকার ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করার পরও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ গুজব ছড়ানো হয়েছে। যা রীতিমত বিভ্রান্তি-বিশৃংখলার সৃষ্টি করেছে।
বিশ্বনাথে আদার দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন
বিশ্বনাথ :: সম্প্রতি মসলাজাত দ্রব্যের মধ্যে সব চেয়ে বেশি দাম বেড়েছে আদা’র। গেল ক’দিনে ১৪০ টাকা কেজির আদা, দাম বেড়ে দাড়িয়েছে ৩৫০-৪০০ টাকা পর্যন্ত। আদা’র দাম নিয়ন্ত্রণে সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্যবসায়ীদের ১৪০ টাকা কেজি দরে আদা বিক্রির নির্দেশনা দিয়েছে প্রশাসন। এর’চে বেশী দরে বিক্রি করলে, দেয়া হয় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও। গতকাল শনিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ীদের এ হুশিয়ার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। পাশপাশি অতিরিক্ত দরে আদা না কিনতে ক্রেতা সাধারণকেও আহবান জানান তিনি।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, পর্যাপ্ত পরিমান আদা’র মজুদ রয়েছে। কোন নিত্যপণ্যই অধিক মুল্যে বিক্রির সুযোগ নেই।
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় অভিযোগ দায়ের
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার সিংরাওলী গ্রামের মশাহিদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত অবস্থায় মশাহিদ আলীর ভাই মকবুল আলীকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় রয়েছেন বলে জানাাগেছে।
হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের মৃত মমশ্বর আলীর ছেলে বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- সিংরাওলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ওয়ারিছ আলী, ওয়ারিছ আলীর ছেলে রফিক, আব্দুল্লাহ’র ছেলে জামাল মিয়া, চান্দ আলর ছেলে তজম্মুল আলী, রাকিব আলী, আব্দুল জলালের ছেলে কয়েছ আহমদ, মৃত জুনাব আলীর ছেলে বকুল মিয়া।
থানায় দায়েরকৃত অভিযোগে বাদি উল্লেখ করেন, আসামিরা এক দলবদ্ধ সন্ত্রাসী প্রকৃতির লোক। বাদি ও আসামিরা একই বাড়ির বাসিন্দা। বাদির সঙ্গে আসামিরা কারনে-অকারনে নিয়মিত ঝগড়া করে। স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা আসামিরা বাদির সঙ্গে ঝগড়া না করতে অনেক বার সর্তক করে দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আসামিরা দেশীয় অস্ত্রসন্ত্রে নিয়ে বাদির বাড়িতে হামলায় চালায়। এতে বাদির ভাই মকবুল আলী গুরুতর আহত হন।
অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।