সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবলীগনেতাকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা
রাউজানে যুবলীগনেতাকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় রাউজান থানায় ১০/১২ জনকে আসামী করে রাউজান থানায় মামলা হয়েছে। এতে রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়ার নামে দুই জনকে আসামী উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়| দায়ে মামলা নং-১১| আজ ২৭ এপ্রিল সোমবার নিহত যুবলীগ নেতা বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া বাদী হয়ে এই মামলা করেন বলে থানা সুত্রে জানা গেছে।
এবিষয়ে নিহত বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানান, স্থানীয় সন্ত্রাসী তুফান বড়ুয়া আমার স্বামীকে ঝাঁপটিয়ে ধরে রাখে, তারপর রাহুল বড়ুয়া অস্ত্র টেকিয়ে কাছ থেকে গুলি করে হত্যা করে। স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলী জানান, বিতান খুব ভাল ছেলে ছিল। সে দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের গ্রেফতার করার আহবান জানান তিনি। রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে। খুনিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অংশ নেয়া কোন সন্ত্রাসী পার পাবেনা। অপরদিকে আজ বিকাল ৩টার ময়না তদন্ত শেষে নিহত বিতান বড়ুয়ার লাশ নিজ বাড়ী রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরিঘোনা আনা হলে এলাকার শোকের ছায়া নেমে আসে। বিতান বড়ুয়া হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম। এসময় পুলিশ সুপার পরিবার ও এলাকার লোকজনের সাথে কথা বলেন।
উল্লখ্য যে, গতকাল ২৬ এপ্রিল বিকাল ৪টার দিকে অংকুরিঘোনার বৃদ্ধা আশ্রম সংলগ্ন এলাকায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। বিতান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করতো বলে জানান স্থানীয় লোকজন।