মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » কোয়ারেন্টাইন না মানায় এনজিও’র দুই কর্মীকে লাখ টাকা জরিমানা
কোয়ারেন্টাইন না মানায় এনজিও’র দুই কর্মীকে লাখ টাকা জরিমানা
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: করোনা মহামারিতে দেশে চলমান লকডাউন এবং বহিরাগত লোকজনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সরকার পক্ষ থেকে বার বার বলা হলেও অনেকে তা মানা হচ্ছে না। ফলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও ফ্রেন্ডশিপের ২জন কর্মকর্তা কোয়ারেন্টাইন না মানায় ১লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে তাদের এ জরিমানা করা হয় তাদের। এসময় ফ্রেন্ডশিপ কোটবাজারস্থ অফিস ১৪ দিনের জন্য লকডাউন করে দেন ইউএনও। দুই কর্মকর্তা হলো গোলাম শহীদ ও আব্দুর রহমান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লকডাউনের মধ্যেই প্রতিনিয়ত গোপনে কক্সবাজার ও উখিয়া আসা-যাওয়া করছিল এনজিও কর্মীরা। কেউ রাতে গাড়ীতে আবার কেউ এনজিওর নিজস্ব গাড়ীতে। গত ২৭ এপ্রিল বিকালে কোটবাজাস্থ ফেন্ডশীপ এনজিও অফিসের কর্মকর্তা শহীদের নেতৃত্বে উক্ত এনজিও’র গাড়ী ভর্তি করে আসে এই এনজিও কর্মীরা। কিন্তু তারা ১৪ দিনের কোয়ারেন্টাইন না মেনে কর্মস্থলে যোগদেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি। কিন্ত আর ছাড় দেওয়া হবেনা। তারা দুজনই ফ্রেন্ডশিপ কোটবাজার অফিসার সিনিয়র অফিসার। তারা প্রথমে অস্বীকার করলেও পরে বারবার জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে। এরপর এই দুই কর্মকর্তাকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান
উখিয়ায় অস্বাভাবিক লক্ষণ নিয়ে হাসপাতালে করিম
উখিয়া :: পিতৃহীন করিম উল্লাহ মায়ের দু:খ ঘুছাতে শিশু বয়সে কাঠমিস্ত্রির কাজ করে অভাবের সংসারে যোগান দিয়ে যাচ্ছে ।
জানা গেছে, সম্প্রতি করিম হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার জনৈক মিস্ত্রির সাথে বোট নির্মাণ কাজে লকডাউনকালীন চট্টগ্রামে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়ে সে।
এদিকে আজ ২৮ এপ্রিল সকালে অসুস্থ অবস্থায় বাড়ি চলে আসে। ঘনঘন পায়খানার অজুহাতে তার মা রিজিয়া বেগম সন্ধ্যা ৬টার দিকে তাকে সিএনজি যোগে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
অসুস্থ করিম রুমঁখা হাতির ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে। স্বজনদের মতে, সে গায়ে জ্বর, সর্দি, কাশি, বমি, পায়খানা করছে।
এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজনকে অবহিত করা হলে আগামীকাল সকালে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান। তিনি রোগীর কাছ থেকে সবাইকে নিরাপদ দুরত্ব বজায় রাখার কথা বলেন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে নমুনা সংগ্রহ এবং প্রয়োজন ব্যবস্থা গ্রহণের কথা জানান।
উখিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ মহিলা আটক
উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং বড় ইনানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেকুন নাহার নামে এক মহিলাকে অস্ত্রসহ আটক করে ইনানী ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বড় ইনানী এলাকার আব্দুল করিমের ছেলে মিজানুর রহমানের বাড়িতে মাটিখুঁড়ে অস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটির ভিতর রাখা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।