শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে সামাজিক সংগঠন প্রার্থনা
রাউজানে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে সামাজিক সংগঠন প্রার্থনা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: করোনাভাইরাসের কারণে সামাজের অসংখ্য মানুষ এখন কর্মহীন। হাতে কোনো রকম কাজ না তাকাই এখন বাড়িতে বসে অপেক্ষার দিন গুনছেন নানা পেশার মানুষ। অনেকে দেখছেন চোখে-মুখে অন্ধকার। বিশেষ করে অনেক প্রবাসী পরিবার গুলো এখন অসহায় হয়ে পড়েছে এই করোনার প্রভাবে। বিদেশ থেকে আসছেনা কোনো রেমিট্যান্স। এমন কিছু অসহায় আর কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন সামাজিক সংগঠন “প্রার্থনা পরিবার” এর সদস্যরা। তাঁরা রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে ছুটছেন অসহায় মানুষের বাড়ি বাড়িতে। গত বুধবার (২৯ এপ্রিল) প্রার্থনা পরিবার উদ্যোগে বেশকিছু পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন প্রথম ধাপে কদলপুর ইউনিয়নের ২০টি হিন্দু পরিবারের মাঝে বিতরণ করেন খাদ্য সামগ্রী। পাশাপাশি ঐ এলাকার ৫টি মুসলিম পরিবারের মাঝে বিতরণ হয় রমজানের ইফতার।
জানা গেছে, মানবতার স্বার্থে কাজ করে যাওয়া এ সংগঠন ইফতার বিতরণ কার্যক্রমে অতি দরিদ্র এবং লোকলজ্জার ভয়ে কারো কাছ থেকে চাইতে না পারা মধ্যবিত্ত পরিবারের কাছে তাঁরা ত্রাণ গুলো পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন। মানবিক দিক বিবেচনায় এবং পারিবারিক দুরবস্থার কথা মাথায় রেখে হিন্দু পরিবারকেও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান সংগঠন এর নেতৃবৃন্দ। তাঁদের ইফতার বিতরণ কার্যক্রমটি রমজান মাসজুড়ে চলমান থাকবে এবং যে কেউ চাইলে তাদের এ কার্যক্রমে সহযোগিতা করতে পারবেন। এছাড়ও এ মহামারী থেকে রক্ষা পেতে সমাজের বিত্তবানদের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহবান ও জানান সংগঠনটির সদস্যরা। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির অর্থ সম্পাদক সাফায়েত হাসেম সাকিব, প্রচার সম্পাদক সোহান উর রশীদ, মো: তামিমসহ প্রমুখ।
উল্লেখ্য প্রার্থনা পরিবার গত ৪ বছর ধরে রাউজান-রাঙ্গুনিয়া সহ বিভিন্ন জায়গার এতিমখানা এবং অনাথ আশ্রমে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে আসছিলো।