শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা তৈরি
কমলগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা তৈরি
এম এ কাদির চৌধুরী ফারহান (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার মো. কবির হোসেনের পৈত্রিক সম্পত্তি জবরদখল করে একই গ্রামের ফয়সল আহমদের বিরুদ্ধে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। আজ শনিবার ২ মে ভোড়বেলায় উক্ত জমিদখল করে রাস্তা নির্মাণের ঘটনাটি ঘটে।
জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামের মোশারফ হোসেন ব্যপারীর মালিকানাধীন কুমড়াকাপন মৌজার আর.এস ৭৯ খতিয়ানে ২২৮৪ দাগে ২২ শতাংশ ভোগদখলীয় কবির হোসেনের পৈত্রিক জমি।
কবির হোসেন বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ফয়সল আহমদ’রা তাদের সুবিধার জন্যে রাস্তা নির্মান করেছে। উক্ত সম্পত্তি আমাদের বাড়ী নির্মাণের জন্য রাখা। আমাদের জমির পরের অংশে থাকা তাদের জমিগুলো বর্ধিত মুল্যে প্লট আকারে বিক্রির উদ্দেশ্যে আমার থেকে কোন প্রকার বিনিময় ছাড়াই তারা রাস্তার জন্যে জায়গা চায়, কিন্তু আমাদের তিন ভাইয়ের বাসার জন্যে জায়গার পরিমান কম হওয়াতে দিতে রাজি হইনি। তাতে করে তারা গ্রামবাসীর যাতায়াতের জন্যে রাস্তার প্রয়োজন বলে মিথ্যা রটিয়ে জোরপূর্বক আমার পৈত্রিক সম্পত্তির উপরদিয়েই রাস্তা নির্মান করে। অথচ পূর্ব থেকেই গ্রামের মানুষের যাতায়াতের জন্যে প্রশস্থ আরও দুইটি রাস্তা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা স্থানীয় না হওয়াতে তারা প্রভাব দেখিয়ে জমি দখল করে রাস্তাটি নির্মান করে নিলেন। আমরা স্থানীয় হলে তারা এই রকম কাজ করতোনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অনেক আগে থেকেই রাস্তার জন্যে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। শুনেছি করোনার প্রভাবের পরে এটির সমাধান হওয়ার কথা।
ফয়ছল আহমেদ জানান, আমার উপর আনা অভিযোগটি মিথ্যা। আমি এর কিছুই জানিনা। এলাকার মাদ্রাসাগামী ছাত্ররা যাতায়াতে অসুবিধা হওয়াতে গ্রামবাসীরা একটি রাস্তা নির্মাণ করেছেন খবর পেয়েছি।
পৌর মেয়র জুয়েল আহমদ বলেন, এব্যাপারে পূর্ব থেকে আমাকে কেউ অবগত করেনি। এটা পৌরসভার বাহিরের ঘটনা, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুরে এই ঘটনাটি ঘটেছে শুনেছি, এর পরও আমি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ’কে নিয়ে ঘঠনা স্থলে যাবো এবং বিষয়টি দেখবো।
করোনা রোগীদের বাসায় খাবার পাঠালেন এমপি
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখার কর্মরত দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বাসা দু’টি লকডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাসার বাইরে যেতে পারছেন না। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন কমলগঞ্জের স্থানীয় এমপি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ। উপহার হিসাবে পাঠিয়েছেন খাদ্য সামগ্রী।
শনিবার ২ মে সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবেদ হোসেন মারফত কমলগঞ্জের ভানুগাছ বাজারে আক্রান্ত দুইজনের বাসায় খাবার সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ইফতার সামগ্রী ও ফল।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, ওসি আরিফুর রহমান, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ফখরু, মুক্তিযোদ্ধা মঞ্চের সহসভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগে নেতা খালেদ সাইফুল্লাহ ও সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক সাজিদুর রহমান সাজু।
জানা যায়, উপজেলার সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় কর্মরত ক্যাশসিয়ার ইকরামুল হাসান ও আনসার সদস্য শরিফুল ইসলামের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে শুক্রবার।