রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা হাসপাতালের স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাটিরাঙ্গা হাসপাতালের স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার সকল হাসপাতালে ঔষধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘ দিনের। সম্প্রতি জেলার মাটিরাঙ্গা হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত স্টোর কিপার ফরহাদ খানের বিরুদ্ধে স্বজন প্রীতি, মুক্তিযোদ্ধা সনদের দাপট, চিকিৎসকদের কোয়ার্টার দখল করে স্বপরিবারের বসবাস, সরকারী ঔষধ তছরুপ, সরকারী ঔষধ নির্দিষ্ট স্টোরে না রেখে নিজ শয়ন কক্ষে রাখা, জুমু খান নামক তার ভাই সম্পর্কীয় হোন্ডা চালকের মাধ্যমে ঔষধসহ মূল্যবান সামগ্রী পাচার এবং সেবা গ্রহীতাদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠে। এলাকাবাসীর পক্ষে গত ২০ এপ্রিল স্টোর কিপার ফরহাদ খানের বিরুদ্ধে খাগড়াছড়ি সিভিল সার্জন বরাবর এ বিষয়ে অভিযোগ করা হয়।
এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল সিভিন সার্জন ডা. নুপুর কান্তি দাশ ফরহাদ খানের বিষয়ে তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার নিকট চিঠি প্রেরণ করে। যার স্বারক নং-সিএস/খাগড়াছড়ি/২০২০/৩৪৪৮, তাং-২৯-০৪-২০২০ইং।
মাটিরাঙ্গা ভারপ্রপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম প্রতিনিধিকে জানান,ফরহাদ খানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত স্টোর কিপার ফরহাদ খানের সাথে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি সত্য নয়। করোনা পরিস্থিতির কারণে অনুমতি নিয়েই আমরা চিকিৎসকদের কোয়ার্টারে থাকি। কিন্তু আমি মাটিরাঙ্গার নিজ বাড়িতেও থাকতে পারি। তাছাড়া স্টোর রুমটা খুব ছোট, তাই সেখানে সব কিছু রাখা যায় না। ফলে কিছু ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী অন্যত্র রাখতে হয়।