সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগে কৃষককে রক্ষায় খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করুন : সাইফুল হক
করোনা দুর্যোগে কৃষককে রক্ষায় খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করুন : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে খোদ কৃষকের কাছ থেকে ২০ (বিশ) লক্ষ টন ধান ক্রয় করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন প্রকৃত চাষীরা যাতে সরকার নির্ধারিত ১০৪০/- টাকা মন দরে ধান বিক্রয় করতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন ধান রাখতে জরুরীভাবে গুদাম নির্মাণ করা দরকার। প্রয়োজনে সরকার ধান কিনে কৃষকের ঘরেই দুই/এক মাসের জন্য সেই ধান মজুদ রাখতে পারে। গুদাম খালি হলে বা নতুন গুদাম তৈরী হলে খাদ্য কর্মকর্তারা সেই ধান কৃষকের বাড়ী থেকে সরকারি গুদামে নিয়ে আসবেন। তিনি বলেন এবার বোরো ধানের বাম্পার উৎপাদনের জন্য কৃষককে ন্যায্যমূল্য দিতে ও তাদেরকে উৎসাহিত করতে এই উদ্যোগ অত্যন্ত জরুরী।
বিবৃতিতে তিনি উদ্বেগের সাথে উল্লেখ করেন, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ ইউনিয়ন ও গ্রামে ধান বিক্রির জন্য কৃষকদের অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়নি। ধান বিক্রির এই রেজিষ্ট্রেশন ও লটারীসহ ধান কেনার পুরো প্রক্রিয়ায় প্রকৃত কৃষক যাতে বঞ্চিত ও প্রতারিত না হয় তার নিশ্চয়তা বিধান করা দরকার। অতীতের মত যদি ধান কেনার পুরো ব্যবস্থা অনিয়ম ও দলীয়করণে পর্যবসীত হয় তাহলে আরো একবার কৃষক মারাত্মক দুর্দশায় নিক্ষিপ্ত ও সর্বশান্ত হবে এবং পরবর্তীতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।
বিবৃতিতে তিনি নানা ধরনের অনিয়মের আশ্রয় নিয়ে কৃষককে দেয়া সরকারের মূল্য সহায়তা যাতে সরকারি দলের সাথে যুক্ত টাউট, ফড়িয়া, মধ্যস্বত্ত্বভোগী ও চাতালের মালিকেরা আত্মসাৎ করতে না পারে সে ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করেন। তিনি বলেন, করোনা মহামারীর এই দুর্যোগে খাদ্যশস্যের উৎপাদন, পরিবহন, বিতরণ ও বিপণন প্রক্রিয়া সচল রাখতে কৃষককে প্রত্যক্ষ সহায়তা প্রদান জরুরী।
একই সাথে তিনি শাক-সবজিসহ কৃষিজাত অন্যান্য পণ্যের পরিবহন ও বাজারজাতকরণের ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মৎস্য খামার, পোল্ট্রি ও দুধের খামারে উৎপাদন ও বিপণন কার্যক্রম গতিশীল ও লাভজনক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতিতে তিনি করোনা পরিস্থিতিতে কৃষি ও গ্রামীণ খাতের সংকট মোকাবেলায় সরকারের আর্থিক প্রণোদনা ৩০ হাজার কোটি টাকায় উন্নীত করে তা যেন সরাসরি উৎপাদকের হাতে যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থাপনা গড়ে তোলারও আহ্বান জানান।