সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে কর্মহীন ২শত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ
রাঙ্গুনিয়াতে কর্মহীন ২শত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: করোনার কারণে কর্মহীন হয়ে পড়া রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে ২শত পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ১ হাজার ২শত কেজি চাল ও ২শত ৮০কেজি আলু বিতরণ করা হয়েছে। আজ সোমবার ৪ মে সকালে ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পারুয়া ইউপি চেয়ারম্যান মো. জাহেদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির পারুয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সদস্য ও উপজেলা আ,লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ তালুকদার, পারুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. এখতেয়ার তালুকদার, সাধারন সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার ও ইউপি সদস্যবৃন্দ।
ফারুক আহমেদ তালুকদার বলেন, করোনার কারণে প্রকৃত কর্মহীন হয়ে পড়া ২শত পরিবারের মাঝে ৬ষ্ঠ ধাপে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার প্রান্তিক জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন। কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ চলছে।