মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় কালোবাজারে রেশন বিক্রিবন্ধের সিদ্ধান্ত
মাটিরাঙ্গায় কালোবাজারে রেশন বিক্রিবন্ধের সিদ্ধান্ত
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্যসংকট মোকাবেলায় ২৩টি গুচ্ছগ্রামের রেশন কালোবাজারে ক্রয়-বিক্রয় বন্ধে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। তারা প্রকৃত কার্ডধারীদের হাতে সরকার প্রদত্ত এ সব রেশন বিতরণ করার লক্ষ্যে কাজ করছেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সাহসী উদ্যোগে এমন সিদ্ধান্ত গ্রহন সম্ভব হয়েছে বলে জানা গেছে বিশ্বস্তসূত্রে ।
করোনা সংকটের বিষয়টি বিবেচনায় রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই চলতি বছরের এপ্রিল, মে, জুন মাসের রেশন অগ্রিম বরাদ্দ দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ উপজেলা প্রশাসনের ফেইসবুক পেইজে ২মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বলেন, বরাদ্দকৃত ৩ মাসের রেশন প্রকৃত কার্ডধারীদের দেয়া হবে এতে কোন ধরণের অনিয়ম শয্য করা হবে না। কেউ যদি অনিয়মে অভিযুক্ত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ভিডিও বার্তায় সর্তক করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, নিজেদের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে থাকুন। অকারণে রাস্তায় বের হতেও নিষেধ করেন তিনি।
ইতিমধ্যে মাটিরাঙ্গা উপজেল নির্বাহী অফিসারের ভিডিউ বার্তাটি ভাইরাল হয়। এতে কার্ডধারী ও সকল মহলের কাছে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। জানা যায়,অনেক অসহায় কার্ডধারীরা তাঁর কর্মময় জীবন আরো সাফল্যে ভরে উঠুক এই প্রত্যাশায় সর্বশক্তিমানের নিকট দোয়া করেন।
সচেতন মহল মনে করেন, তিনি এ এলাকার মানুষের খাদ্যসংকটের বাস্তবচিত্র অনুধাবনে সক্ষম হয়েছেন। সত্যি তিনি একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সকলের মতের প্রতিফলন ঘটিয়ে সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন তারা। ।