মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিতান বড়ুয়া হত্যার প্রধান আসামী বিদেশী পিস্তলসহ আটক
রাউজানে বিতান বড়ুয়া হত্যার প্রধান আসামী বিদেশী পিস্তলসহ আটক
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে হালদার ডিম সংগ্রকারী বিতান বড়ুয়াকে গুলি করে হত্যার প্রধান আসামী রাহুল বড়ুয়াকে (৪০) একজনকে আটক করেছে পুলিশ। গতকাল (৪ মে) সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার কুমিল্লার টিলা এলাকার একটি বাগানে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে পুলিশ আটক করে। ঐদিন তাকে নিয়ে পুলিশ হত্যাককান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে নামে। খুনির তথ্য মতে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে রহুলপুর গ্রামের খালের পাড়ে রাখা একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে ২৬ এপ্রিল বিতানকে গুলি করে হত্যার কাজে ব্যবহৃত ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে ছিল পুলিশ।
আজ ৫ মে মঙ্গলবার আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ পিপিএম জানান, বিতান বড়ুয়া হত্যাকান্ডের পর আসামীদের আটকের জন্য গত এক সাপ্তাহ বিভিন্ন জেলা, উপজেলা ও নগরে অভিযান পরিচালনা করছে পুলিশ। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় হত্যায় জড়িত রাহুল বড়ুয়া খাগড়াছড়িতে আছে। এরপর খাগড়াছড়িতে থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন, এসআই টুটুন মজুমদার ও এসআই ইব্রাহিমের নেতৃত্বে খাগড়াছড়ি ও রাউজানের একটি পুলিশ টিম তাকে আটক করতে সক্ষম হয়। ওসি জানান, রাহুল বড়ুয়া বিতানকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে। তবে পিস্তল ও কার্তুজ সরবরাহকারীর নাম বিজ্ঞ আদালতে বলবেন বলে জানিয়েছেন।
রাউজানে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা
রাউজান :: চট্টগ্রামের রাউজানে তিন শতাধিক আনসার ভিডিপিকে প্রধানমন্ত্রীর প্রদত্ত খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ ৫ মে মঙ্গলবার সকালে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় উপজেলা পরিষদ মাঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াব, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজসহটেলি কনফারেন্সে ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় সব শ্রেণী পেশার মানুষের জন্য চিন্তা করেন। তিনি বলেন আনসার ভিডিপি গ্রাম সুরক্ষায় সবসময় কাজ করেন।