মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ১০৭ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক
রাঙ্গুনিয়াতে ১০৭ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে আজ মঙ্গলবার ৫মে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় ১০৭ লিটার চোলাই মদসহ তার কাছ থেকে জব্দ করেন। তার নাম আনোয়ার হোসেন (২০)। সিএনজি করে উপজেলার রাণীরহাট বাজার থেকে পারুয়া ডিসি সড়ক পথে আসলে এলাকাবাসীরা সন্দেহ করেন। সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা ধরে সিএনজি তল্লাশি করলে এসময় সিএনজি চালক পালিয়ে যান। সিএনজিতে তল্লাশি করে ১০৭ লিটার মদ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকের বাড়ি বোয়ালখালী বলে জানায়। পরে পারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদারের সহযোগীতায় তাকে রাঙ্গুনিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি।
রাঙ্গুনিয়াতে আনসার-ভিডিপির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ায় জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৩শত জন নারী ও পুরুষ ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ৫ মে দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জনকে ও এর আগে সকালে ১৫০ জনকে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার-ভিডিপি মহাপরিচালক এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা কমান্ডারের পক্ষে চট্টগ্রাম সার্কেল এ্যাডজুন্ট আমির হোসেন এসব খাদ্য সামগ্রী তুলে দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু , উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদার ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. শহিদ উল্লাহ। এসময় ইউনিয়নের আনসার-ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।