বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন : সাইফুল হক
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভুইয়া, লেখক মোশতাক আহমেদ ও কার্টুনিস্ট কবির কিশোর এর গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন করোনা দুর্যোগকালে নাগরিকদের কন্ঠরোধ করার চেষ্টা সরকারের মধ্যকার চরম অস্থিরতা, অনাস্থার বহিঃপ্রকাশ। সামাজিক গণমাধ্যমে লেখা, মতামত দেয়া বা কার্টুন আঁকার জন্য নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া ও তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রকেই তুলে ধরে। কোন সভ্য গণতান্ত্রিক ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার দমন করে শাসন করার এরকম নীতি গ্রহণ করতে চালিয়ে যেতে পারে না।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন টাঙ্গাইলের সরকার দলীয় এক সংসদ সদস্য কর্তৃক কৃষকের কাচা ধান কাটার ছবি প্রকাশ করায় নারায়নগঞ্জের রূপগঞ্জের মমিন প্রধান নামে এক ব্যক্তির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এর আগে দুই অনলাইন নিউজ পোর্টাল এর দুই সম্পাদক তৌফিক ইমরোজ খালেদ ও মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সারাদেশে সাংবাদিক ও নাগরিকদের বিরুদ্ধে এইভাবে হয়রানি ও নিপীড়ন অব্যাহত রাখা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, করোনার মত মহাদুর্যোগকালীন সময়ে যেকোন তথ্যভিত্তিক সমালোচনা ও সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াটাই যেকোন সচেতন ও দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব। এই ধরনের সমালোচনায় নার্ভাস হবার কিছু নেই। বরং নার্ভাসনেস সরকারের দুর্বলতাকেই তুলে ধরে। তিনি বলেন যেকোন আধুনিক গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু রাষ্ট্রে সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি কার্টুনের মাধ্যমে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা গণতান্ত্রিক সহনশীলতা ও রাজনৈতিক সংস্কৃতির অংশ। এখন বিষয়গুলোকে শত্রুভাবাপন্ন মনে করারও কোন কারন নেই।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে দিদারুল ভূইয়া, মোশতাক আহমেদ ও কবির কিশোরসহ গ্রেফতারকৃতদের মুক্তি দেবার দাবি জানান। একই সাথে তিনি নিপীড়ন ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার আহ্বান জানান।