বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দলিত জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা
গাইবান্ধায় দলিত জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে দলিত জনগোষ্ঠী। রোজগার বন্ধ হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন তারা।
জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ট প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর আয়োজনে আজ বুধবার ৬ মে সকাল ১১টার দিকে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে করোনায় কর্মহীন হয়ে পড়া এসব দলিত জনগোষ্ঠী মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।
গাইবান্ধা পৌরসভায় ২০৭টি দলিত পরিবারের প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল-১০কেজি, আটা-৫কেজি, চিড়া-১কেজি, আলু-৫কেজি, পিয়াজ-৩কেজি, মুসুর ডাল-২কেজি, লবণ-১কেজি, চিনি-২কেজি, তেল-২লিটার, স্যাভলন সাবান-২টি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
গাইবান্ধা পৌরসভার বিভিন্ন মহল্লার এইসব দলিত সম্প্রদায়ের পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, এসি ল্যান্ড মো আথতাবুজ্জামান- আল-ইমরান, পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী প্রমুখ।