বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে খাদ্য সহায়তা দিচ্ছে ১৬ ইসিবি
পাহাড়ে খাদ্য সহায়তা দিচ্ছে ১৬ ইসিবি
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমনে সারা দেশে অঘোষিত লকডাউন দেশের হত দরিদ্রদের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যখন সাধারণ মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটে চলে, ঠিক তখনই দুর্গম পাহাড়ে দেখা যায় ভিন্ন চিত্র। তিন পার্বত্য জেলায় উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তৎপর হলেও পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে শেষ আস্থা সেনাবাহিনী। বুধবার এমন চিত্র দেখা যায়, আলীকদম উপজেলা আলীকদম-থানচি সড়কের এগার কিলো ইসলামপুর এলাকায়। সেনা জোয়ানের একটি দল খাদ্য সহায়তার ঝুলি কাঁধে নিয়ে ছুটে চলছে দুর্গম পাহাড়ে। হত দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা।
কথা বলেছিলাম জোয়ান দলের নের্তৃত্বদ্বানকারী ১৬ নির্মান প্রকৌশরী ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজিবুর রহমান এর সাথে। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। এই লকডাউন চলাকালীন নিন্মবিত্ত শ্রেণীর বিশাল অংশ খাদ্য সংকটে রয়েছে। তাদের মুখে খাবার পৌঁছে দিতে আমাদের আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষকরে দুর্গম পাহাড়ি এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে। আমরা মানুষের পাশে আছি। আমাদের এই সহায়তা অব্যহত থাকবে।