শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জীবন রক্ষায় এসআই তোফাজ্জুল পুরস্কৃত
জীবন রক্ষায় এসআই তোফাজ্জুল পুরস্কৃত
বিশ্বনাথ প্রতিনিধি :: অটোরিকশা (সিএনজি) চালকের জীবন রক্ষার জন্য পুরস্কৃত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জল হোসেন৷ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়৷ এসআই তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা পিপিএম৷
জানা গেছে, গত ৩ জানুয়ারী রাত ১১টায় যাত্রী বেশি একদল ছিনতাইকারী সিলেট থেকে বিশ্বনাথ আসার জন্য একটি সিএনজি রিজার্ভ করে৷ সিএনজিটি বিশ্বনাথে আসার পথিমধ্যে উপজেলার টেংরা গ্রামের মধ্যবর্তি নির্জনস্থানে আসার পর সেই ছিনতাইকারীরা সিএনজি চালক লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে টেংরা হাওরের দিকে নিয়ে যায়৷ এসময় ওই সড়কে টহলরত পুলিশ দলের চোঁখে পড়ে সড়কের পাশে চালক বিহীন দাঁড়িয়ে থাকা সিএনজিটি৷ থানা পুলিশের কনস্টেবল শামীম সড়কের পার্শবর্তী ক্ষেতে বিচ্ছিন্নভাবে জুতো, মোবাইল, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে বিষয়টি এসআই তোফাজ্জুল হোসেনকে অবহিত করেন৷ বিষয়টি পুলিশের চোখে সন্দেহজনক হলে এসময় এসআই তোফাজ্জুল হোসেন নিজের সাথে থাকা টর্চ লাইট জালিয়ে হাওরের দিকে এগিয়ে যান৷ ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় ছিনতাইকারী দল পালিয়ে যায়৷ ফলে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় সিএনজি চালক লিটনকে উদ্ধার করে পুলিশ৷ আর এই বিষটি মূল্যায়ন করে এসআই তোফাজ্জল হোসেনকে পুরস্কৃত করা হয়েছে বলে জানা গেছে৷