শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » করোনার মধ্যে গাইবান্ধায় ধানের সাথে শত্রুতা
করোনার মধ্যে গাইবান্ধায় ধানের সাথে শত্রুতা
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনার ঝড়ে তোলপাড় সারাবিশ্ব। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে মানুষদের ঘরে থাকতে হবে। আর এই দু:সময়ে কিছু মানুষ পড়ে আছে পাকাধান বিনষ্ট করা নিয়ে।
এমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার রায়পাড়া গ্রামের ননি গোপাল রায়ের জমিতে। এঘটনায় ২জন জ্ঞাত ও অজ্ঞাতনামা ১০/১২ বিবাদী করে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার রায়পাড়া গ্রামের কৃষক শ্রী ননি গোপাল রায় ৪৫ শতক জমির বোরো ধান বিনষ্ট করেছে দূর্বৃত্তরা। আর ক’দিন পর পাকা ধান কেটে যখন ঘরে তোলার স্বপ্ন দেখছিল শ্রী ননি গোপাল রায়। সেই মুহুর্তে একদল দুর্বৃত্ত ২মে শনিবার সকাল ৬টার সময় জমিতে নেমে বেকি ও ছোরা দ্বারা ধান কেটে খচিয়ে বিনষ্ট করে রেখে যায়। এতে বাধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশের হুমকিসহ পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক শ্রী ননি গোপাল বলেন, পূর্বশত্রুতার জেরধরে শ্রী সঞ্জীব চন্দ্র বর্মন ও শ্রী সুনিল চন্দ্র বর্মন বিবাদীদ্বয় দীর্ঘদিন থেকে জমি-জমার বিষয় নিয়ে বিরোধ করে আসতেছে। আজ্ঞাতনামা ১০/১২ জন বিবদীদ্বয়সহ ৪৫ শতক বোরো ধান নষ্ট করেছে। এতে করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এবিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যাহিল জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পাওয়া যায়নি। তদন্ত করা হচ্ছে সত্যতা পেলে অভিযোগ গ্রহণ করা হবে।