শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক আসলামের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক আসলামের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে করোনা উপসর্গ নিয়ে দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, আসলাম ছিলেন গভীর অনুসন্ধিৎসু একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে দেশের গণমাধ্যমের একজন প্রতিশ্রুতিশীল ও দায়বদ্ধ সাংবাদিককে হারালো। মাত্র কয়েকদিনের মধ্যেই করোনা উপসর্গ নিয়ে আরো দুজন সাংবাদিক মৃত্যুবরণ করলো। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর এই তালিকা ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন সাংবাদিক, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ডাক্তার, নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত বিভিন্ন্ স্তরের করোনা দুর্যোগকালে দায়িত্ব পালনরত ব্যক্তিবর্গ দ্রুত সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যে ১০০ এর উপরে গার্মেন্টস শ্রমিকরা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি গভীর উৎকন্ঠা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
বিবৃতিতে তিনি করোনা দুর্যোগে দায়িত্ব পালনরত সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ডাক্তার, নার্স ও কর্মরত শ্রমজীবী মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি করোনায় প্রাণ হারানো সকলের জন্য গভীর শোক প্রকাশ করে শৈাক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।