শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বহিরাগত ব্যক্তির হোম কোয়ারিন্টিন নিশ্চিতে এলাকাবাসীর সহযোগিতা জরুরী
বহিরাগত ব্যক্তির হোম কোয়ারিন্টিন নিশ্চিতে এলাকাবাসীর সহযোগিতা জরুরী
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দেশব্যপী প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । বাড়ছে মৃত্যু ঝুঁকিও। তারই মাঝে হয়তো দেশের বিভিন্ন করোনা আক্রান্ত এলাকা থেকে গোপনে বা সদরে আশ্রয় নিচ্ছি নানা শ্রেনি পেশার মানুষ আপনার এলাকায় । মানুষ নিরাপত্তার জন্য যে কোন জায়গাতে আশ্রয় নিবে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সামাজিক নিরাপত্তার স্বার্থে করোনার এমন দুর্যোগকালিন সময়ে আপনার বাড়ী অথবা প্রতিবেশীর বাড়ীতে বহিরাগত কেউ বা কারও আত্মীয় স্বজন এসেছে কি না খবর রাখুন । নিজেদের বাড়ীসহ প্রতিবেশীর বাড়ীতে অন্য জায়গা থেকে কোন নবাগত ব্যক্তি আসলে কোনকিছু না জেনে তার সাথে মিশতে যাওয়া থেকে বিরত থাকুন, অন্যকেও মেলামেশা না করতে সচেতন করুন। যতদ্রুত সম্ভব আপনার এলাকার জনপ্রতিনিধি তথা মেম্বার, চেয়ারম্যানদের নবাগত ব্যক্তি সম্পর্কে তথ্য দিন। করোনা সংক্রমণ প্রতিরোধে নবাগত ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করাটা আপনার সামাজিক দায়িত্ব । নাগরিক হিসেবে এই দুর্যোগে আপনি ঐ ব্যক্তির হোম কোয়ারিন্টিন নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করুন।মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধে আপনার দেয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত রয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করছে।
অতএব, সরকারের নির্দেশে আমরা যে কোন ব্যক্তি করোনা পজেটিভ সন্দেহ হলে আইসোলেশন নিশ্চিতে ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা বলেন, বহিরাগত কেউ এলাকায় আসলে প্রথমে পাড়াবাসীরা জানবে এবং তারাই তাদেরকে আলাদা থাকার জন্য ভূমিকা রাখলে শতভাগ করোনা প্রতিরোধ সফল করা সম্ভব হবে। তিনি নবাগত ব্যক্তির ১৪ দিন কোয়ারিন্টিন নিশ্চিতে সামাজিক সচেতনতার বিকল্প নাই উল্লেখ করে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।