রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » গাজিপুর » প্রতিবাদ করায় চেয়ারম্যানের সামনেই সাংবাদিকের উপর হামলা
প্রতিবাদ করায় চেয়ারম্যানের সামনেই সাংবাদিকের উপর হামলা
মামুনুর, বিশেষ প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়ার সদরের জুনিয়া গ্রামে পয়ঃনিস্কাশনের পানি রাস্তায় দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষ শহীদুল্লাহ গং সাংবাদিক হাজী সাইফুল ইসলামের উপর অর্তকিতে হামলা চালিয়ে গুরুতর আহত ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান উপস্থিত ছিল বলে জানা যায়। ঘটনাটি গতকাল ৯ মে শনিবার সকাল ১০টার দিকে ঘটে।
জানা যায়, উপজেলা সদরের জুনিয়া গ্রামের লোকজনের মসজিদ-মাদরায় যাতায়াতের একমাত্র রাস্তাটি সাংবাদিক হাজী সাইফুল ইসলামের বাড়ির সামনে দিয়ে চলে গেছে। রাস্তাটি সরকারি গোহালট হলেও এলাকার জামাই নামে পরিচিত শহীদুল্লাহ গং রাস্তার পাশে বাড়ি বানিয়ে পয়ঃনিস্কাশনের পানি রাস্তায় ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন যাবত এলাকার একাধিক ব্যক্তি এর প্রতিবাদ করলেও কোনকাজ হয়নি। বিষয়টি সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি সংলগ্ন হওয়ায় শক্রবার সকালে তিনি ওই ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে জানালে তিনি শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে আসেন। টয়লেটের পানি রাস্তায় জমে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হওয়ায় নিজ খরচে শহীদুল্লাহ গং তা সংস্কারের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই অর্তকিতে এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ের জামাতা শহীদুল্লাহ (৪৫), সামসুদ্দিনের পুত্র মোক্তাদুল (৪৮) ও শহিদুল্লাহ (৪০), শহীদুল্লাহ’র পুত্র শাওন (২০) ও রিফাত (১৮) দা, লোহার রড ও লাঠি নিয়ে সাংবাদিক সাইফুলের উপর হামলা চালায়। আত্নরক্ষার্থে সে দৌড়ে বাড়ি আঙ্গিনায় আশ্রয় নিলে সেখানেও প্রতিপক্ষ তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্নক ভাবে আহত করে। এসময় সাইফুলের মা রাশিদা বেগম, বোন রিমা আক্তার, প্রতিবেশী নিপা আক্তার ও শারমিন আক্তার তাতে বাধা দিলে তাদের টানাহেছড়া করে শারিরিক ভাবে শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে প্রতিপক্ষ শহীদুল্লাহ সাংবাদিক সাইফুলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গলায় পাড়া দিয়ে প্যান্টের পকেটে থাকা ২০ হাজার টাকা এবং মা-বোনদের সাথে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণ ছিনিয়ে নেয়। এব্যাপারে হাজী মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত ও অজ্হাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ শহীদুল্লাহ বলেন, চেয়ারম্যানের সামনেই অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে গেছে, এর জন্য আমি লজ্জ্বিত।