রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই উপজেলায় ৮ম ধাপে আরো ২হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
কাপ্তাই উপজেলায় ৮ম ধাপে আরো ২হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার। এই ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সবাইকে বাড়িতে অবস্থান করতে হচ্ছে। করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়া এই অসহায় পরিবারগুলোকে সহযোগীতা করার জন্য সরকারের ত্রান মন্ত্রনালয় কতৃক প্রধানমন্ত্রীর বিশেষ উপহারস্বরূপ ত্রানসামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ধাপে ধাপে কয়েকবার এই ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১০ মে রবিবার কাপ্তাই উপজেলায় ৮ম ধাপে ২ হাজার পরিবারকে প্রদান করা হলো প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ত্রানসামগ্রী। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ৮ম ধাপে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে আরোও ২ হাজার পরিবারকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ পরিবার প্রতি ১০ কেজি করে চাল এবং ২ কেজি করে আলু। তৎমধ্যে ১নং চন্দ্রঘোনা ইউপিতে ৫শত পরিবার, ২ নং রাইখালী ইউপিতে ৪৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউপিতে ৩শত পরিবার, ৪ নং কাপ্তাই ইউপিতে ৪৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউপিতে ৩শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার। তিনি আরো বলেন, কেউ যেন অভুক্ত থেকে মানবেতর জীবন যাপন না করে এবং তার সাথে সাথে কোন অসহায় পরিবার যেন ত্রানসামগ্রী থেকে বঞ্চিত না হন, সেই লক্ষে উপজেলা প্রশাসনের সাথে সম্মনয় করে সকল জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।