রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় সরকারি কর্মকর্তাসহ ১০ ব্যক্তির করোনা শনাক্ত
রাঙ্গুনিয়ায় সরকারি কর্মকর্তাসহ ১০ ব্যক্তির করোনা শনাক্ত
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মকর্তাসহ ১০ জনের করোনা পজিটিভ এসেছে।করোনা শনাক্তদের মধ্যে ৫ জন সরকারি কর্মকর্তা, ১ জন সরকারি কর্মকর্তার স্ত্রী ও সরকারি কর্মকর্তার দুই বছরের মেয়ে এবং বাকিরা ২জন পুরুষ ও এক নারী। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত তথ্য নিশ্চিত করে আজ রবিবার ১০ মে জানান, যারা আক্রান্ত হয়েছেন তাদের কারো করোনা উপসর্গ নেই। তারা তাদের নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থাকবেন। রাঙ্গুনিয়ায় গত (২ মে) প্রথম করোনা রোগী উপজেলা কার্যালয়ে (আয়া) কর্মরত একজন নারী শনাক্ত হয়েছিল। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের কারো করোনা উপসর্গ না থাকায় আগামীকাল পুনরায় তাদের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হবে। ১০ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা উপসর্গ না থাকায় প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। উপজেলা প্রশাসন লকডাউন করলে করোনা পরিস্থিতিতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ব্যাহত হবে। তাই আপাতত উপজেলা প্রশাসন লকডাউনের চিন্তা করছি না।