সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কর্ণফুলী পেপার মিলস উৎপাদন করছে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট
কর্ণফুলী পেপার মিলস উৎপাদন করছে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তর কাগজের কল চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। এই মিলটির মূলত কাগজ উৎপাদন করলেও ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে কারখানার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে জীবণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদন শুরু করেছেন। বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেপিএম এ উৎপাদিত এই জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উক্ত মিলের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে সরবারহ করা হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম চলমান রাখতে এই কার্যক্রম গ্রহন করেছে উক্ত মিলটি। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের জি এম( এমটিএস) স্বপন কুমার সরকার জানান, করোনা পরিস্থিতিতে উক্ত মিলের সকলের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের লক্ষে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদনের জন্য গত ১৫ এপ্রিল থেকে কারখানার ব্লিচিং লিকুয়েট উৎপাদনের প্লান্টটির সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণ শুরু হয় এবং গত ৩০ এপ্রিল হতে এক ব্যাচে এক টন ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের ব্লিচিং লিকার উৎপাদন শুরু হয়। এবং পূর্বে উক্ত প্লান্টের উৎপাদিত ব্লিচিং পাল্প সাদা করার জন্য ব্যবহার করা হলেও এখন শ্রমিক, কর্মচারী, যানবাহন সহ সব কিছু জীবাণুমুক্ত রাখতে এবং কারখানার পরিষ্কার পরিছন্নতার লক্ষে এই জীবাণুনাশক ব্যবহ্রত হচ্ছে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এমএমএ কাদের জানান, কর্ণফুলী পেপার মিলস বর্তমানে আমদানিকৃত পাল্প রিসাইকেল পেপার থেকে কাগজ উৎপাদন করছে। চলতি অর্থবছরের ৯ মে পর্যন্ত উক্ত কারখানা সর্বোচ্চ ৫ হাজার ৭৮৫ টন কাগজ উৎপাদন করা হয়েছে। উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলে চলতি অর্থবছরে ৭ থেকে ৮ হাজার টন কাগজ উৎপাদন করতে পারবে বলে তিনি জানান। তিনি আরো জানান, ইতিমধ্যে এই করোনা পরিস্থিতিতেও কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন কার্যক্রম চলমান রাখতে এবং কারখানার প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) নির্দেশে আমরা কাগজ উৎপাদনের পাশাপাশি জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদন কার্যক্রম শুরু করেছি। তিনি আরো জানান, স্থানীয়ভাবে কাগজের কাঁচামাল কাঠের সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব বীজতলায় উৎপাদিত চারা রোপন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে কেপিএম এর পাহাড়ী এলাকায় প্রায় তিন লাখের অধিক গাছের চারা রোপন করা হয়েছে এবং আগামী জুলাই থেকে আরো দেড় লক্ষ গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।
ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ১৬০ পরিবারকে ত্রান সহায়তা প্রদান
কাপ্তাই :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ১৬০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, পিয়াজ, আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১১মে শিলছড়ি ওয়াপদা কলোনি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি জাফর আহমেদ স্বপনের সঞ্চালনায় এই সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন, ওয়াগ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি চিত্তরন্জন তনচংগ্যা, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ইতিপূর্বে কাপ্তাই ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৭০০ পরিবার এবং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে প্রথম ধপায় ৩০ পরিবারকে সহায়তা করা হয়।